Home Slider ‘ঝাড় তো একটাই, বাঁশ আলাদা আলাদা’, ‘চায়ে পে চর্চায়’ তৃণমূলকে খোঁচা দিলীপের

‘ঝাড় তো একটাই, বাঁশ আলাদা আলাদা’, ‘চায়ে পে চর্চায়’ তৃণমূলকে খোঁচা দিলীপের

ভোটের দিন ঘোষণা হয়নি এখনও। কিন্তু পারস্পরিক বাগযুদ্ধে সরগরম রাজ্য-রাজনীতি। সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিউটাউনে ‘চায়ে পে চর্চায়’ যোগ দেন তিনি।  সেখানে তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে খারাপ ভাষা প্রয়োগের অভিযোগ আনেন  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে  দিলীপ ঘোষ বলেন, ‘আমরা নাকি বাংলাকে বুঝি না, বাংলার সংস্কৃতি বুঝি না। কিন্তু যাঁরা বোঝেন বলে দাবি করেন তারা কী হাল করেছেন বাংলার সংস্কৃতির? কী ভাষায় কথা বলেন তাঁরা? কুকথায় তো আর কান পাতা যায় না। মুখ্যমন্ত্রী কী ভাষায় কথা বলছেন? ভাইপো কী ভাষায় কথা বলছেন?’ এরপরেই  দিলীপবাবু বলেন,  ‘আসলে ঝাড় তো একটাই, বাঁশ আলাদা আলাদা।‘

এখানেই থামেননি তিনি।  বলেছেন, ‘ভাল জামা কাপড় পরে, ভাল ভাল কথা বলে যারা ক্ষমতায় এসেছিল তাদের আসল দাঁত বেরিয়ে গিয়েছে। মানুষ আসল রূপ বুঝতে পারছে।” যাঁরা ভদ্রলোক ছিলেন তাঁরা ইতিমধ্যেই দল ছেড়েছেন। মে মাসের পর ওনারা কোথায় যাবেন, সেটাও ভেবে দেখুন, যে ব্যবহার মানুষের সঙ্গে করেছেন, তার প্রতিদান পাবেন। মানুষই জবাব দেবে। আর নরেন্দ্র মোদি কোনও ফাঁকা আওয়াজ দেন না। যেটা বলেন সেটাই করেন। আমরা কাজ করে দেখাব।’ পাল্টা তূণমূলও একহাত নিয়েছে। তৃণমূলের তরফে এই বক্তব্যকে ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ঝাড়ের ধারে কাছেই এগোনোর ক্ষমতা নেই যাদের, তাদের আবার এত আস্ফালন কীসের! বিজেপি নিজেই কুকথার ভাণ্ডার। তারা আবার এ নিয়ে কথা বলে কী করে?’

Advt

Previous articleডেরেককে কটাক্ষ করে রাজ্যসভায় বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদি
Next articleসব নির্বাচনই চ্যালেঞ্জের: সাংবাদিক বৈঠকে জানালেন নতুন সিপি, নজরে সাইবার ক্রাইম