Thursday, August 28, 2025

উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি শাসন জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?

Date:

Share post:

যোগীর রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh) আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। প্রতিমুহূর্তে এখানে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। দিনে দিনে বেড়ে চলেছে মহিলাদের উপর নিশংস অপরাধ, এমনটাই দাবি করে শীর্ষ আদালতে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন(president rules) জারি করা আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। যদিও সেই মামলা এদিন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের (Supreme Court)প্রধান বিচারপতি এস বোবদে জানিয়ে দিলেন, মামলাকারী এই সংক্রান্ত বিষয় কোনওরকম অনুসন্ধান না করেই মামলা দায়ের করেছেন।

উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের আবেদন জানিয়ে এদিন দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন তামিলনাড়ুর আইনজীবী সি আর জয়াসুকিং। তার আবেদনে বলা হয়, উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। NCRB-র তথ্য তুলে ধরে দাবি করা হয় গোটা দেশের মধ্যে মহিলাদের ওপর ঘটে চলা অপরাধ উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি। ‌ আবেদনের হাথরসে গণধর্ষণ ও নৃশংস মৃত্যুর ঘটনা তুলে ধরে বলা হয় এই রাজ্যে মৌলিক অধিকার প্রতিমুহূর্তে লঙ্ঘিত হচ্ছে। ফলে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এখানে। যদিও তার সে আবেদনের শুনানিতে মামলাটি খারিজ করার পাশাপাশি, রীতিমতো কড়া কথা শোনানো হয় মামলাকারী আইনজীবীকে। বলা হয়, আদালতের সময় নষ্ট করে অকারণ তর্ক করে গেলে মোটা অঙ্কের জরিমানা লাগানো হবে মামলাকারীর উপর।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দুই বিজেপি বিধায়কের! “ঘর ওয়াপসি”র জল্পনা তুঙ্গে

উল্লেখ্য, শীর্ষ আদালতে দায়ের করা এই জনস্বার্থ মামলায় হাথরসের পৈশাচিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হয়েছে। শুধু তাই নয় কিভাবে সেখানকার সরকার ও প্রশাসন অমানবিকতার নিদর্শন তুলে ধরেছিল সেটাও তুলে ধরেছিলেন ওই আইনজীবী। মূলত এই অপরাধ ও প্রশাসনের অমানবিকতার নজির তুলে ধরেই উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির আবেদন জানান মামলাকারী। যদিও এদিন আদালতে তরফে বুঝিয়ে দেওয়া হয়, কোন রাজ্যে কোন একটি অপরাধমূলক ঘটনা ঘটার অর্থ এটা নয়, যে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হবে।

Advt

spot_img

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...