করোনা (Corona) মহামারির (Pandemic) জন্য বিশ্বজুড়ে শুরু হয়েছিল অচলাবস্থা। লকডাউনের (Lockdown) জেরে বন্ধ হয়েছিল স্কুলের (School) পঠন-পাঠন। ব্যাতিক্রমী ছিল না এ রাজ্য। তবে মহামারির আতঙ্ক কাটিয়ে নিউ নরমালে (New Normal) স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। কিন্তু ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি না নিয়ে বন্ধ রাখা হয় রাজ্যের স্কুলগুলি। আজ, দীর্ঘ প্রায় ১১ মাস পরে করোনা বিধি মেনে সেই স্কুলও খুলে গেল।

তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার অনুমতি দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর শুক্রবার সকাল থেকেই জেলা থেকে শহর পুরোদমে স্কুলের পঠন পাঠন শুরু হয়ে যায়। পড়ুয়াদেরও প্রবল উৎসাহে স্কুলমুখী হতে দেখা যায়। ক্লাসও শুরু হয়েছে। বিভিন্ন স্কুলে কোভিড প্রটোকল মেনে স্যানিটাইজার টানেল করা হয়েছে।থার্মাল গান দিয়ে পড়ুয়াদের শরীরের তাপমাত্রা মেপেই স্কুলে ঢোকার ছাড়পত্র দেওয়া হচ্ছে।

অন্যদিকে, আজ আবার চলছে বাম-কংগ্রেসের ডাকা বাংলা বনধ। তাই এতদিন পরে হলেও স্কুলগুলি চালু করা নিয়ে গতকাল থেকেই ধন্দ্বে ছিলেন অভিভাবকেরা। কিন্তু সময় যেতেই দেখা গেল অধিকাংশেরই বেশি স্কুলে শুরু হয়ে গেল। জানা যাচ্ছে, অনেক জায়গাতেই এসএফআই-য়ের তরফ থেকে পড়ুয়াদের আজ স্কুলে না যেতে অনুরোধ জানানো হয়। তাদের দাবি, সেই অনুরোধ মেনে কেউ কেউ ফিরে গিয়েছে। অন্যদিকে, এতদিন পর বন্ধুদের সঙ্গে একসঙ্গে ক্লাস করায় পড়ুয়াদের মধ্যে আজ খুশির হাওয়া।

আরও পড়ুন-কোন্নগরে পুলিশকে গোলাপ দিলেন ধর্মঘট সমর্থনকারীরা