নয়া নির্দেশিকা: ২ লক্ষের বিনিময়ে মিলবে রেশন দোকানের লাইসেন্স

কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রেশন দোকানের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিথিল করা হল নিয়ম। বৃহস্পতিবারেই জারি করা হয়েছে নয়া নির্দেশিকা। এখন থেকে ২ লক্ষ টাকা জমা রাখলেই পাওয়া যাবে রেশন দোকান খোলার লাইসেন্স৷ লাইসেন্স রি-নিউ করতে হবে তিন বছর পর৷

করোনা আবহ এবং লকডাউনের সময় সমাজের বহু মানুষের খাদ্যের সরবরাহ করা হয়েছিল রেশন দোকানগুলির মাধ্যমে। প্রান্তিক মানুষরা যাতে সহজে প্রয়োজনীয় খাবার পান তা নিশ্চিত করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কঠিন পরিস্থিতিতে সাড়াও দিয়েছেন মানুষ। রেশন দোকানের বাইরে দেখা গিয়েছে লম্বা লাইন। তাই রেশন পরিষেবাকে আরও মজবুত করতে নিয়ম শিথিল করার ভাবনা ছিল রাজ্য সরকারের। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ানে রেশন ডিলারদের সম্মেলনে দাঁড়িয়ে কার্যত কল্পতরু হয়েছিলেন মমতা। সেখানেই জানিয়েছিলেন আগামী দিনে শিথিল করা হবে ডিলারশিপ সংক্রান্ত কিছু নিয়ম। বৃহস্পতিবার সরকারিভাবে এল সেই নির্দেশিকা।

এবার থেকে দুই লক্ষ টাকা মূলধন জমা দিলেই মিলবে রেশন দোকানের লাইসেন্স। আগে পাঁচ লক্ষ টাকা জমা রাখতে হত নতুন লাইসেন্স পাওয়ার জন্য। আগের মতো আর প্রতি বছর রি-নিউ করতে হবে না লাইসেন্স। তিন বছর অন্তর পুনর্নবীকরণ। আগে কোনও ডিলারের মৃত্যু হলে নিষ্ক্রিয় হয়ে যেত তাঁর লাইসেন্স। পরিবারের কেউ ডিলার হতে চাইলে আবেদন করতে হতো নতুন করে৷ নয়া নির্দেশিকায় এই দিকটাও নজরে রাখা হয়েছে। এখন থেকে নতুন করে আর আবেদন করতে হবে না ডিলারশিপ হস্তান্তরিত করা যাবে ডিলারের বিধবা স্ত্রী, তাঁদের বিধবা কিংবা ডিভোর্স হওয়া মেয়েকে।

আরও পড়ুন-মৌলালি মোড়ে বাস আটকে হরতালের নামে “গুন্ডাগিরি” বামেদের

Advt