Thursday, November 6, 2025

সোমবার চালু মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, ৫টাকায় ডিম-ভাত

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। ভারতে বিরল। মাত্র ৫ টাকায় বাংলায় এবার পাওয়া যাবে পেট ভর্তি ডিম-ভাতের গ্রাসাচ্ছাদন। আধপেটা নয়, গরিব মানুষ পারবেন পেট পুরে খেতে।

দিন সাতেক আগে বাজেটে ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তারপর সাতদিন যেতে না যেতেই শুরু হচ্ছে ‘মমস কিচেন’ বা ‘মায়ের রান্নাঘর’। সোমবার বিকেল ৩টায় ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

কী থাকছে এই থালিতে? থাকছে ২০০ গ্রাম চালেএ ভাত, ডাল, সবজি, ডিম।

কোথায় পাওয়া যাবে? আপাতত কলকাতার ১৬টি বরোতেই পাওয়া যাবে। দুপুরের খাবার। দুপুর ১টা থেকে ২টোর মধ্যে মিলবে। দেবে পুরসভা। পরে ধীরে ধীরে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই। বরো এলাকার যে কোনও একটি পয়েন্ট থেকে খাবাফ সরবারাহ করা হবে। কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিমের দাবি, স্বাধীনতার পর দেশে ৫টাকায় পেট ভর্তি দুপুরের খাবার এই প্রথম।

স্কুলে স্কুলে মিড ডে মিল এতদিন দেওয়া হয়েছে। করোনার সময়ে বাড়ি বাড়ি গিয়েও মিড ডে মিল পৌঁছানো গিয়েছে। এবার দরিদ্র প্রাপ্তবয়স্ক মানুষের জন্য পাঁচ টাকার খাবার। শুধু তাই নয়, ভোটের আগে, গোটা রাজ্যে এই উদ্যোগ চালু হবে বলে খবর। আর এর ফলে গরিব মানুষের আশীর্বাদ যে মুখ্যমন্ত্রীর উপর ঝরে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে এই কারণে রেশন থেকে চালও বরাদ্দ করা হয়েছে।

যে মরশুমের যেমন সবজি তেমন তরকারি হবে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পুর প্রশাসক দেবাশিস কুমার বছর দুয়েক আগে এই ধরণের একটি প্রকল্প শুরু করেছিলেন। শিশুমঙ্গল হাসপাতালের সামনে ৬ টাকায় নিরামিষ ভাতের থালা দেওয়া হতো। এবার ডিম ভাত।

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ নিশ্চিতভাবে দারুণ জনপ্রিয় হবে। ভোটমুখী বাংলায় আপাতত অ্যাডভান্টেজ তৃণমূল।

spot_img

Related articles

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের...