রবিবার আইলিগে ( i-league) পরবর্তী ম্যাচে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব(mohammedan sporting club)। প্রতিপক্ষ লিগ টেবিলের লাষ্ট বয় ইন্ডিয়ান অ্যারোস( Indian arrows )। শেষ ম্যাচে গোকুলাম কেরলার বিরুদ্ধে জয় পেয়ে ছিল সাদা-কালো ব্রিগেড। রবিবার এআইএফএফের দলের বিরুদ্ধে জয় চাইছেন মহামেডান কোচ জোসে হাবিয়া।

এদিন ইন্ডিয়ান অ্যারোস ম্যাচ নিয়ে হাবিয়া বলেন,” প্রত্যেক ম্যাচই আলাদা ম্যাচ। অ্যারোস দলটিতে তরুণ ফুটবলার বেশি। তাই এই দলটিকে হালকা ভাবে নেওয়ার কোন প্রশ্ন নেই। যখন তখন ম্যাচ বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।”

৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে সাদা-কালো ব্রিগেড। ওপর দিকে ৭ ম্যাচে ৪ পয়েন্ট লিগ টেবিলের শেষে অ্যারোস। তবে এসব পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ সাদা-কালো ব্রিগেড। বরং অ্যারোসের বিরুদ্ধে ভাল খেলে মাঠ ছাড়তে চায় মহামেডান স্পোর্টিং।

আরও পড়ুন:প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩০০
