আইপিএলে( ipl) রেকর্ড মূল্যে রাজস্থান রয়্যালসে( rajasthan royals) ক্রিস মরিস(chris morris)। ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনে আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিল রাজস্থান। গতমরশুমে ১০ কোটি টাকায় আরসিবিতে( rcb) ছিলেন মরিস।

গত মরশুমে ৯ টি ম্যাচ খেলে ৩৪ রান করেছিলেন নিয়েছিলেন ১২ টি উইকেট৷ বৃহস্পতিবার নিলামে মরিসের নাম উঠতেই রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে চলে দড়ি টানাটানি। শেষ পর্যন্ত ১৬.২৫ কোটি টাকায় মরিসকে নিজেদের জালে তুলে নেয় রাজস্থান রয়্যালস।
ওপর দিকে গ্লেন ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটি টাকায় তুলে নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।রির্চাডসনকে ১৪ কোটি টাকায় দলে নিলেন পাঞ্জাব। ৩.২০ কোটি টাকায় শাকিব আল হাসানকে দলে নিলেন কলকাতা নাইট রাইর্ডাস। ৭ কোটি টাকায় মইন আলিকে নিলেন চেন্নাই সুপার কিংস। ২.২০ কোটি টাকায় স্টিভ স্মিথকে নিলেন দিল্লি ডেয়ার ডেভিলস।

চেন্নাইয়ে এ বারের নিলামে ২৯১ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ। ৮ দলের মধ্যে সব চেয়ে বেশি টাকা রয়েছে পঞ্জাব কিংসের হাতে। সব চেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের।

আরও পড়ুন:বছরের প্রথম ডার্বিতে নামার আগে লাল-হলুদকে সমীহ হাবাসের, ব্রাইট আসায় দলে শক্তি বেড়েছে, বলছেন সন্দেশ
