Wednesday, November 5, 2025

সোশ্যাল মিডিয়া সরকার ফেলে দিতে পারে! কড়া আইনের সওয়াল বিজেপির

Date:

Share post:

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (social media) এত শক্তিশালী হয়ে উঠেছে যে তা শাসক দল ও সরকারের মাথাব্যথার কারণ হচ্ছে। সেজন্যই এবার তাকে নিয়ন্ত্রণ (control) করতে চায় কেন্দ্র (centre)। সোশ্যাল মিডিয়া নিয়ে কড়া আইনের (law) পক্ষে সওয়াল করে জানালেন বিজেপির (bjp) অন্যতম শীর্ষ নেতা রাম মাধব (ram madhav)। তাঁর মতে, সোশ্যাল মিডিয়া ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই ক্ষেত্রটি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সরকারও ফেলে দিতে পারে। একইসঙ্গে অনাচার তৈরি করে গণতন্ত্রকে দুর্বল করে দিতে পারে সোশ্যাল মিডিয়া। সাংবিধানিক এক্তিয়ারের মধ্যে থেকে বর্তমান সময়ের এই নয়া সমস্যার মোকাবিলা করতে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতা রাম মাধব তাঁর নতুন বই ‘Because India Comes First’-এর উদ্বোধনে এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, গণতন্ত্র এখন নতুন চ্যালেঞ্জ ও বিপদের সম্মুখীন। আর তা হল অরাজনৈতিক শক্তির বিপদ।

রাম মাধবের কথায়, সোশ্যাল মিডিয়া ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই মাধ্যম এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সরকারও ফেলে দিতে পারে। অনাচার সৃষ্টি এবং গণতন্ত্রকে দুর্বল করে দিতে পারে। কিন্তু একে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কারণ এর কোনও সীমানা নেই। এই শক্তি অনাচার সৃষ্টি করতে পারে। সেজন্য সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই সমাধান খুঁজে বের করতে হবে। একদা আরএসএসের সক্রিয় সদস্য ও বর্তমানে বিজেপির কেন্দ্রীয় নেতা দলের তরফে জম্মু-কাশ্মীরে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন। রাম মাধবের মতে, সোশ্যাল মিডিয়ার শত্রুদের মোকাবিলা করতে কড়া আইন আনার কথা ভাবছে কেন্দ্র। তা নিয়ে কাজ শুরুও হয়েছে। সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক জনমত ঘিরে অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, মার্কিন পপস্টার রিহানা সহ বিদেশি সেলেব্রিটিদের টুইটে ক্ষুণ্ণ হয়েছে সরকারের ভাবমূর্তি। এই নিয়ে টুইটারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্র-টুইটার দুই পক্ষকে নোটিস দিয়ে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় হিংসা-উসকানিমূলক কনটেন্ট, ভুয়ো খবর রুখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই পরিস্থিতিতে রাম মাধবের মন্তব্য তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- শুধু মুসলিম নয়, একাধিক কেন্দ্রে হিন্দু প্রার্থীও দিতে পারে আব্বাসের দল

Advt

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...