Saturday, January 10, 2026

ভোটের আগে একে অপরের বিরুদ্ধে ‘বোমা’ ফাটাচ্ছেন রুদ্রনীল-জটু লাহিড়ী

Date:

Share post:

আর মাত্র কয়েকমাস তারপরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগেই চলছে সব পক্ষের প্রচার। তারই মধ্যে হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য দুই প্রার্থীর মধ্যে বিবাদ তুঙ্গে। জনসভা ও কর্মসূচীতে একে অপরের বিরুদ্ধে বোমা ফাটাচ্ছেন তৃণমূল কংগ্রেসের জটু লাহিড়ী এবং গেরুয়া শিবিরের রুদ্রনীল ঘোষ। জটু লাহিড়ী বলেন, নিশ্চিতভাবে তিনি বিধায়ক হিসেবে ফিরে আসবেন।

রুদ্রনীল এদিন হাওড়ায় বিজেপির হয়ে প্রচারের এসে জটু লাহিড়ীকে বিরুদ্ধে তোপ দেগে বলেন, “পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল। এটা ভূগোলে আছে। কিন্তু হাওড়ায় সেই ভূগোল উল্টে গেছে। এখানে এক ভাগও জল নেই। সব বুজে গেছে। আর যেটুকু ফাঁকা স্থল আছে, সেটাও বুজে প্রমোটিং হয়ে গেছে কিছু বিধায়ক ও কাউন্সিলরের সৌজন্যে।” বিশেষ করে শিবপুর বিধানসভা কেন্দ্রে এই ঘটনা বেশি করে হয়েছে বলে রুদ্রনীলের অভিযোগ। এরপর বিধায়ক জটু লাহিড়ীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে তাঁর বক্ত্যব্য, “এই এলাকার রাম ঠাকুরের পুকুর চুরি করে নিয়েছেন জটু বাবু।”

আরও পড়ুন-সিবিআই আসার আগে আচমকা অভিষেক-রুজিরার বাড়িতে মমতা

রুদ্রনীলের অভিযোগ নিয়ে বলতে গিয়ে জটু লাহিড়ী দাবি করেন, তার কেন্দ্রে কোনও পুকুর ভরাট হয়নি। বরং বহু পুকুর ও জলাশয় রক্ষা করেছেন তিনি নিজে। এদিন রুদ্রনীলকে ‘জোচ্চোর’ বলেও কটাক্ষ করেন শিবপুরের বিধায়ক। তিনি বলেন, “হাওড়ার নরসিংহ দত্ত কলেজের টাকা তছরূপ করেছে একসময় বামেদের সমর্থনে থাকা এই অভিনেতা।” এটুকুতেই থেমে জাননি জটু লাহিড়ী। তিনি আরও বলেন, “রাজ্য সরকারের থেকে তিন লক্ষ টাকা করে নিয়েছে রুদ্রনীল। সরকার মহানুভবতা দেখিয়েছে, কিন্তু সে কোনও কাজ করেনি।”

Advt

শিবপুর কেন্দ্রে রুদ্রনীল বিজেপিত প্রার্থী হলে তিনি কি হারাতে পারবেন? এই প্রশ্নের উত্তরে শিবপুরের বিধায়কবলেন, তাঁর নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস আছে। মানুষ তাঁকে ভালবাসে ও সমর্থন করে। তাই তিনি আবার জয়লাভ করবেন। তবে রুদ্রনীল এনিয়ে কোনও মন্তব্য করেননি। তৃণমূলের জনপ্রতিনিধিদের উদ্দেশে রুদ্রনীল বলেছেন ,”এখনও সময় আছে এমন কিছু করবেন না যে সরকার বদলের পর মানুষ আপনাদের ঘৃণার চোখে দেখে।”

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...