Tuesday, August 26, 2025

পাহাড়ে গোর্খাদের ক্ষতে প্রলেপের চেষ্টা দিলীপের

Date:

Share post:

পাহাড়ে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দার্জিলিংয়ে তাঁকে কালো পতাকা দেখান স্থানীয় জনতা। তাঁদের প্রত্যেকের হাতে ছিল গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা।মঙ্গলবার দার্জিলিং স্টেশন চত্বর, ঘুম এলাকায় সকাল থেকে বিজেপি বিরোধী বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে । যদিও পরবর্তী সময়ে  পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়। ‘পরিবর্তন যাত্রা’ এগিয়ে চলে দিলীপ ঘোষের নেতৃত্বেই।
এদিন দিলীপ ঘোষ দাবি করেছেন, বিজেপি পাহাড়ের মানুষকে কোনও প্রতিশ্রুতি দেয়নি। প্রসঙ্গত, বিমল গুরুং অভিযোগ করেছিলেন বিজেপি বছরের পর বছর ধরে পাহাড়ে আলাদা রাজ্যের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য যে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাই তাই করেছেন।
মঙ্গলবার পরিবর্তন যাত্রা দার্জিলিং চক বাজারে পৌঁছলে সেখানে জনসভা করে বিজেপি। ভিড়ে ঠাসা সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। সভা থেকে গোর্খা মন জয়ের চেষ্টা চালান বিজেপি নেতারা। বিজেপিই যে একমাত্র গোর্খাদের দাবি পূরণ করতে পারে সেকথাবিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
পাহাড়ের এগারো গোর্খা জনজাতির তফশিলি উপজাতির মর্যাদা দেওয়ার দাবি থেকে শুরু করে পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধান সব দাবি পূরণই সময়ের অপেক্ষা বলে দাবি করেন তিনি । পাহাড়ে যেকোনও দলই তাদের সঙ্গে শামিল হতে পারে বলে জানিয়ে দেন দিলীপ।তবে গুরুং যেভাবে তৃণমূলের হাত ধরেছে তার সমালোচনা করে দীলিপের তোপ, পাহাড়ের গোর্খাদের উপর অত্যাচার করেছে তৃণমূলের সরকার। আর গুরুং তাদের হাত ধরে পাহাড়ের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে দাবি দিলীপের।রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জেরা নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, বিষয়টি রুটিন তদন্তের মধ্যেই পড়ে।
দিলীপ ঘোষ বলেন, বিজেপি পাহাড়ের সমস্যা সমাধানের চেষ্টা করছে। কিন্তু রাজ্য সরকার কোনও সহযোগিতা না করায় ফল আসেনি।

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...