Saturday, August 23, 2025

নীরব মোদির প্রত্যর্পণের অনুমতি দিল ব্রিটিশ আদালত

Date:

Share post:

নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণে অনুমতি দেওয়া হল। বৃহস্পতিবার এই অনুমতি দিল লন্ডনের একটি আদালত। এমনকি  ‘নীরব মোদির আত্মহত্যার প্রবণতার বিষয়টিও দেখেছি’ বলে জানিয়েছে লন্ডনের আদালত। কিছুদিন আগেই নীরব হুমকি দিয়েছিলেন ‘ভারতে ফেরানো হলে তিনি আত্মহত্যা করবেন’।  তাই এই বিষয়টি নিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছে আদালত। এই মামলায় এমন তথ্যপ্রমাণ আছে যার কারণে অতি সহজেই মোদিকে অভিযুক্ত প্রতিপন্ন করা যেতে পারে বলে জানিয়েছেন বিচারক স্যামুয়েল গুজি।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে নীরব মোদির বিরুদ্ধে। আজ ভার্চুয়াল মাধ্যমে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে হাজিরা দেন নীরব মোদি। এদিনের শুনানিতে ওয়েস্টমিনস্টার কোর্টের বিচারক স্যামুয়েল গুজি ভারতে তাঁর প্রত্যপর্ণের পক্ষে রায় দিয়েছে। বিচারক স্যামুয়েল গুজি এদিন শুনানিতে জানিয়েছেন, মুম্বইয়ের আর্থার রোড জেলে পর্যাপ্ত চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে নীরব মোদিকে। জেলে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। বিচারক মোদির বিরুদ্ধে জালিয়াতির প্রাথমিক প্রমাণ থাকার কথাও উল্লেখ করেছেন। তাঁর কথায় এর মধ্যে অনেক কিছু ভারতের বিচারাধীন বিষয়।

নীরব মোদির ভারতে ফেরার সম্ভাবনা নিয়ে বহুদিন ধরেই চাপানউতোর চলছিল। এদিনের রায়ে তার অবসান ঘটল। ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে হিরে ব্যবসায়ী  নীরবের বিরুদ্ধে। সে বছরই ইডি নীরব মোদিকে ভারতে চেয়ে ব্রিটিশ সরকারের কাছে আর্জি জানায়। তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ২০১৯ সালের ১৯ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। এরপর দু’বছর ধরে নীরবের ভারত-প্রত্যর্পণ নিয়ে মামলা চলছিল লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ আদালতে ।

Advt

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...