Saturday, January 10, 2026

নীরব মোদির প্রত্যর্পণের অনুমতি দিল ব্রিটিশ আদালত

Date:

Share post:

নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণে অনুমতি দেওয়া হল। বৃহস্পতিবার এই অনুমতি দিল লন্ডনের একটি আদালত। এমনকি  ‘নীরব মোদির আত্মহত্যার প্রবণতার বিষয়টিও দেখেছি’ বলে জানিয়েছে লন্ডনের আদালত। কিছুদিন আগেই নীরব হুমকি দিয়েছিলেন ‘ভারতে ফেরানো হলে তিনি আত্মহত্যা করবেন’।  তাই এই বিষয়টি নিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছে আদালত। এই মামলায় এমন তথ্যপ্রমাণ আছে যার কারণে অতি সহজেই মোদিকে অভিযুক্ত প্রতিপন্ন করা যেতে পারে বলে জানিয়েছেন বিচারক স্যামুয়েল গুজি।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে নীরব মোদির বিরুদ্ধে। আজ ভার্চুয়াল মাধ্যমে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে হাজিরা দেন নীরব মোদি। এদিনের শুনানিতে ওয়েস্টমিনস্টার কোর্টের বিচারক স্যামুয়েল গুজি ভারতে তাঁর প্রত্যপর্ণের পক্ষে রায় দিয়েছে। বিচারক স্যামুয়েল গুজি এদিন শুনানিতে জানিয়েছেন, মুম্বইয়ের আর্থার রোড জেলে পর্যাপ্ত চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে নীরব মোদিকে। জেলে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। বিচারক মোদির বিরুদ্ধে জালিয়াতির প্রাথমিক প্রমাণ থাকার কথাও উল্লেখ করেছেন। তাঁর কথায় এর মধ্যে অনেক কিছু ভারতের বিচারাধীন বিষয়।

নীরব মোদির ভারতে ফেরার সম্ভাবনা নিয়ে বহুদিন ধরেই চাপানউতোর চলছিল। এদিনের রায়ে তার অবসান ঘটল। ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে হিরে ব্যবসায়ী  নীরবের বিরুদ্ধে। সে বছরই ইডি নীরব মোদিকে ভারতে চেয়ে ব্রিটিশ সরকারের কাছে আর্জি জানায়। তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ২০১৯ সালের ১৯ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। এরপর দু’বছর ধরে নীরবের ভারত-প্রত্যর্পণ নিয়ে মামলা চলছিল লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ আদালতে ।

Advt

spot_img

Related articles

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...