Tuesday, August 26, 2025

আইনি জটিলতায় অনুপম হাজরা, কিন্তু কারণ কী?

Date:

Share post:

বিজেপি নেতা অনুপম হাজরার হাতে এবার কারণ দর্শানোর নোটিশ ধরাল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ফের আইনি জটিলতায় অনুপম। রাজ্যের শিশুসুরক্ষা কমিশনের অভিযোগের ভিত্তিতে শোকজের নোটিস অনুপমের কাছে। গত ১৬ ফেব্রুয়ারি বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরার শান্তিনিকেতনের বাড়ির দেওয়ালে নোটিস সাঁটিয়ে দিয়ে এসেছে পুলিশ। এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই ব্যাখ্যা করছেন অনুপম।

কিছুদিন আগে কলকাতার জোড়াবাগানে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। ৯ বছরের ধর্ষিতার নাম প্রকাশ করেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং তার পরিবারকে সঙ্গে নিয়ে রাজভবনে যান অনুপম হাজরা। সেই ছবি তিনি টুইটও করেন। যদিও অনুপমের দাবি, তিনি শিশুর আসল নাম প্রকাশ্যে আনেননি। টুইটারে তিনি অন্য নাম দিয়েছিলেন। যদিও পরিবারের ছবি ছিল অনুপমের টুইটে। এর জেরেই তাঁর বিরুদ্ধে পকসো আইন অমান্যের অভিযোগও ওঠে।

Advt

আরও পড়ুন-ইডি-সিবিআই যাকেই লাগিয়ে দিক, মাথা নত করব না: অভিষেক

এবার সেই ঘটনায় হস্তক্ষেপ করে অনুপমের বিরুদ্ধে কলকাতা সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয় শিশু সুরক্ষা কমিশন। নোটিস পাঠানো হয় বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। শোকজ নোটিস পাঠিয়ে তাঁর এই কাজের জবাব চাওয়া হয়েছে। এরপরই অনুপম ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “শোকজ এর রিপ্লাই দেওয়া সত্ত্বেও, বাড়ির দেওয়ালে চিপকে দেওয়া হল পুলিশি নোটিশ ! বর্তমান বাসস্থানের ঠিকানায় নোটিশ না পাঠিয়ে বাবা-মার ঠিকানায় নোটিশ, যাতে নির্ধারিত সময়ে জবাব না দিতে পারি এবং রাজ্য সরকার নিজের সুবিধামতো স্বেচ্ছাচারিতায় রাজনৈতিক প্রতিহিংসা স্বরূপ পদক্ষেপ নিতে পারে!”

 

 

spot_img

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...