নাড্ডার সভায় বিশিষ্টজনের অভাব, কর্মী দিয়ে ভরল ‘ইন্টেলেকচুয়ালস মিটিং’

সকাল থেকে ঠাসা কর্মসূচিতে একেবারে শেষ ভাগে রাখা হয়েছিল ‘লক্ষ্য সোনার বাংলা ‘ইন্টেলেকচুয়ালস মিটিং’। দাবি করা হয়েছিল এই বৈঠকে যোগ দেবেন বাংলার বিশিষ্ট জনেরা। সহজ কথায় বুদ্ধিজীবী মহল। কিন্তু বাংলার বুদ্ধিজীবীদের নাগাল পেতে কার্যত ব্যর্থ হল গেরুয়া শিবির। অতঃপর সাইন্স সিটি অডিটরিয়াম হলে বুদ্ধিজীবীদের(intellectual) আলোচনাচক্র ভরানো হল দলের কর্মী দিয়ে।

সায়েন্স সিটি অডিটরিয়ামে(science City auditorium) বৃহস্পতিবার সন্ধ্যায় নাড্ডার উপস্থিতিতে বুদ্ধিজীবীদের আলোচনাচক্রের আয়োজন করে বিজেপি। সেখানে জেপি নাড্ডার(JP nadda) পাশাপাশি উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh), কৈলাস বিজয়বর্গীয়, পর্যবেক্ষক অরবিন্দ মেনন, অমিত মালব্য। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের রিসার্চ ফাউন্ডেশনের প্রধান অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও দলীয় নেতা রন্তিদেব সেনগুপ্ত। পাশাপাশি বিশিষ্ট জনের তালিকায় ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী এবং এসএসকেএম হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ প্রদীপ মিত্র। অন্যদিকে উপস্থিত শ্রোতাদের তালিকায় বিশিষ্টজনের পরিবর্তে বিজেপির কর্মীদেরই দেখা গিয়েছে। ফলে বুদ্ধিজীবীদের মন পেতে ব্যর্থ হয়ে কার্যত হতাশ গেরুয়া শিবির।

আরও পড়ুন:রাকেশ তাঁকে ফাঁসাবে, আগেই এক পরিচিতের কাছে জানতে পেরেছিলেন পামেলা

যদিও জেপি নাড্ডার এই আলোচনা চক্রে বুদ্ধিজীবীদের বাড়াতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি গেরুয়া শিবির। বিগত কয়েক দিন ধরে বহু মানুষকে ফোন করে এই সভায় উপস্থিত থাকার জন্য বারবার আবেদন করা হয়। এমনকি জল্পনা শুরু হয় হয়তো মিঠুন চক্রবর্তী ও যোগ দিতে পারেন এই আলোচনাচক্রে। তবে সেভাবে সাড়া মেলেনি বিশিষ্টজনদের থেকে। ফলে দিনের শেষে কার্যত ব্যর্থ হয় নাড্ডার এই আলোচনা চক্র। পাশাপাশি এই আলোচনা চক্রে এদিন উপস্থিত থেকেও কিছুক্ষণ পর বেরিয়ে যেতে দেখা যায় বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এ প্রসঙ্গে দলের একাংশের দাবি বসার জন্য উপযুক্ত আসন না পেয়ে গিয়েছেন শোভন ও বৈশাখী। তবে এ দাবি অস্বীকার করেছেন শোভন বৈশাখী জুটি সংবাদমাধ্যমকে তারা জানান, তাদের অন্য এক দলীয় কর্মসূচি থাকার কারণে বাধ্য হয়েই কিছুক্ষণ পর চলে আসতে হয় সেখান থেকে।

Advt