Sunday, May 4, 2025

যান্ত্রিক বিভ্রাট, আপাতত স্থগিত দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো

Date:

Share post:

যান্ত্রিক বিভ্রাটের জেরে  (due to technical fault )আপাতত স্থগিত দক্ষিণেশ্বর-নোয়াপাড়া (Dakhineswar-Noapara Metro Service) রুটের মেট্রো। যান্ত্রিক গোলযোগের জেরে সোমবার দুপুর থেকে এই রুটের মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। উদ্বোধনের মাত্র ১০ দিনের মাথায় এই বিভ্রাট দেখা দেওয়ায় স্বভাবতই প্রশ্ন উঠেছে  নানা মহল থেকে। হঠাৎ করে মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন  নোয়াপাড়া ও বরাহনগর, নতুন দুই স্টেশনের যাত্রীরা। যদিও মেট্রোয় যান্ত্রিক গোলযোগ নতুন ঘটনা নয়। মাঝেমধ্যেই যান্ত্রিক গোলযোগের  ঘটনা চলতেই থাকে। যার জেরে বিপর্যস্ত হয় মেট্রো পরিষেবা।

জানা গিয়েছে, এদিন দুপুর পৌনে একটা নাগাদ নোয়াপাড়ার কাছে সিগন্যালিং পয়েন্টে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এর পরই ওই রুটে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। মেরামতির কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, কাজ শেষ হলেই ফের দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে মেট্রো চলবে। আপাতত দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৪.১৪ কিলোমিটার বর্ধিত রেলপথ। দুই স্টেশনের মাঝে রয়েছে বরাহনগর স্টেশন। দক্ষিণেশ্বর থেকে সড়কপথে নিউ গড়িয়া স্টেশন পৌঁছতে যেখানে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায়, সেখানে মেট্রোয় চেপে মাত্র  এক ঘণ্টা পাঁচ মিনিটে সেই দূরত্বে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। ভাড়াও থাকছে ২৫ টাকাই।  দিনে মোট ৭৯ জোড়া ট্রেন এই রুটে চলাচল করছে। এদিকে দক্ষিণেশ্বর থেকে দমদম রুটে  চলছে আরও তিন জোড়া মেট্রো। প্রথম ট্রেন দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে সকাল সাতটায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ন’টায়।

Advt

spot_img
spot_img

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...