মাঝ আকাশেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ইন্ডিগো-যাত্রী

শারজা থেকে লখনউ যাওয়ার কথা। কিন্তু মাঝ আকাশেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক বয়স্ক যাত্রী। মঙ্গলবার ভোরে ওই যাত্রীর অসুস্থতার খবর পেয়ে বিমানকে জরুরি অবতরণ করানো হয় করাচিতে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বিমানেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁর দেহ নিয়ে করাচি থেকে ভারতের উদ্দেশে রওনা দেয় ইন্ডিগো-র বিমানটি।

পুলিশি তরফে জানান হয়েছে, ইন্ডিগো-র ওই যাত্রীর নাম হাবিবুর রেহমান (৬৭)। শারজা থেকে উত্তরপ্রদেশের লখনউ যাওয়ার জন্য ইন্ডিগো-র ৬ই১৪১২ উড়ানে উঠেছিলেন তিনি। ভোর ৪টে নাগাদ বিমানটি করাচির আকাশে থাকাকালীন তিনি অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি অবতরণের জন্য ওই বিমানের চালক যোগাযোগ করেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে। ভোর সাড়ে ৫টা নাগাদ তা অবতরণ করে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে।

Advt

 

 

Previous articleশ্লীলতাহানির দায়ে অভিযুক্ত যুবক গুলি করল নির্যাতিতার বাবাকে
Next articleঘোষণা করা হল ভারতীয় দল, দলে ডাক পেলেন প্রবীর, আশুতোষ মেহতারা