কোন ব্যক্তির উপার্জনের উপর শুধু স্ত্রী ও সন্তানদের(wife and child) অধিকার নেই। একইসঙ্গে অধিকার রয়েছে ওই ব্যক্তির বাবা-মায়েরও। সম্প্রতি এক মামলার প্রেক্ষিতে এমনটাই জানিয়েছে দেশের আদালত(Court)।

সম্প্রতি নিজের স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। অভিযোগ ছিল তার স্বামী ৫০ হাজার টাকার বেশি আয়(income) করেন প্রতিমাসে অথচ মাত্র ১০,০০০ টাকা দেওয়া হয় তাঁকে ও তার সন্তানদের। যদিও যে ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ তোলা হয়েছে পরে তথ্য-প্রমাণ অনুযায়ী দেখা যায় ওই ব্যক্তির মাসিক আয় ৩৭ হাজার টাকা। আদালতের কাছে বিক্রি দাবি করেন তাঁর পিতামাতার চিকিৎসার জন্য একটা বড়ো অংশের টাকা খরচ হয়ে যায়। এরপর আদালত এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে। এবং ওই ব্যক্তির আয়কে ৬ ভাগে ভাগ করে। যেখানে দুই ভাগ পাবেন ওই ব্যক্তি নিজে এবং বাকি চার ভাগ পাবেন তার স্ত্রী, সন্তান, বাবা ও মা।

আরও পড়ুন:শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী, ক্ষোভ ভুলে প্রচারে ঝাঁপানোর বার্তা সদর দফতর থেকে

আদালতের নির্দেশ অনুযায়ী, ওই ব্যক্তির স্ত্রী ও সন্তান এখন থেকে প্রতি মাসে ১০ তারিখে ওই ব্যক্তির কাছ থেকে পাবেন ১২৫০০ টাকা। একই টাকা পাবেন তার বাবা ও মা। বাকি টাকার অংশ নিজের কাছে রাখতে পারবেন ওই ব্যক্তি। এ প্রসঙ্গে কেকের উদাহরণ তুলে ধরেন বিচারপতি। বলেন, ‘পরিবারের সদস্যদের আয়, রোজগার পারিবারিক কেকের মতো। এটি সমান ভাগে ভাগ করে খেতে হয়। একই ভাবে আয়ও ভাগ করে নিন’।

