Thursday, November 13, 2025

ফের পিছিয়ে গেল তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশের দিন

Date:

Share post:

বুধবার অর্থাৎ ১৭ মার্চ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ পাবে। রবিবার ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে ইস্তাহার প্রকাশ করার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সিদ্ধান্ত বদল করা হয়। সূত্রের খবর, আগামী ১৭ তারিখ জেলা সফরের মাঝেই মমতা কলকাতায় ফিরে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন।

নন্দীগ্রামে জখম হওয়া মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তৃণমূল নেত্রী তা মানতে নারাজ। জানা গিয়েছে, রবিবার কপ্টারেই পুরুলিয়া যাবেন তৃণমূল নেত্রী। আগামীকাল, সোমবার তৃণমূল সুপ্রিমো বক্তব্য রাখবেন পুরুলিয়ার বাঘমুণ্ডি বিধানসভার ঝালদা এবং বলরামপুর বিধানসভার রথতলা এলাকায় দু’টি নির্বাচনী প্রচার সভায়। মঙ্গলবার বাঁকুড়ার শালতোড়া, ছাতনা এবং রাইপুরে নির্বাচনী সভাতেও অংশ নেওয়ার কথা তাঁর। বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ও লালগড়ে আরও দু’টি নির্বাচনী সভার প্রধান বক্তা মমতা। সভামঞ্চে হুইল চেয়ারে বসেই ভাষণ দেবেন তিনি।

আরও পড়ুন-নন্দীগ্রাম দিবস : হুইল চেয়ারে করেই মিছিলে মমতা

নির্বাচন ঘোষণা হওয়ার পরে আর সময় নষ্ট করেননি মমতা। একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে। গত ৭ মার্চ মুখ্যমন্ত্রী একটি রোড শো করেন শিলিগুড়িতে। কলকাতায় ফিরে ৮ মার্চ তিনি নারী দিবস উপলক্ষ্যে মিছিলে পা মেলান। ৯ মার্চ নন্দীগ্রামে যান তিনি। ১০ মার্চ তিনি আহত হন নন্দীগ্রামে। ফলে মাঝে যে প্রচার সূচী ছিল তাতে বদল আসে। আজ, রবিবার হুইল চেয়ারেই কলকাতার রাজপথে যুব তৃণমূলের মিছিলে সামিল হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধীমূর্তি থেকে হাজরা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একটি মিছিল রয়েছে। নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৫ কিমি রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে করেই সফর করবেন।

Advt

spot_img

Related articles

বাংলায় আটকে যাবে অশ্বমেধের ঘোড়া! বিজেপিকে তোপ ঋতব্রতর

টেলিভিসনের টক শো-তে ভোটের ফল বেরোয় না। মানুষের পাশে থাকতে হয়। কারণ আসল হল জনতা। আর এই জনতার...

বিরোধীদের অভিযোগের জবাব দিতে হিমশিম, নিজের দোষও মানলেন ভলিবল সচিব

ইডেনে যখন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রস্তুতি তুঙ্গে তখন ময়দানের ভলিবল মাঠে উত্তেজনার গনগনে আঁচ। শাসক বনাম বিরোধী তরজায়...

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...