প্রার্থীতালিকায় সাংসদের নাম নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বললেন, “লোক পাচ্ছে না। MP-দের দাঁড় করাচ্ছে, গোয়াল ফাঁকা।” পশ্চিমবঙ্গে তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। রবিবার বিকেলে নয়া দিল্লির দলীয় কার্যালয় থেকে এদিন প্রার্থীতালিকা প্রকাশ করেন অরুণ সিং। সেখানে রয়েছেন রাজ্যের ৪ সাংসদ। নাম না করে তাদেরই নিশানা করলেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন-যারা অভিমান করে বসে আছো, তারা বেরিয়ে এসো, যুদ্ধের সময় অভিমান করতে নেই: মমতা
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে বীরভূমের লাভপুরে একটি সভা করেন অনুব্রত মণ্ডল। জেলা তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিজিৎ সিংহের সমর্থনে এদিন লাভপুরে মাঠে নামেন অনুব্রত। সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতৃত্বও। এদিন পদ্ম শিবিরের প্রার্থীতালিকায় রয়েছেন ৪ সাংসদের নাম। বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায় এবং স্বপন দাশগুপ্ত। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রার্থীতালিকা(BJP Candidate list) নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করে অনুব্রত বলেন, ‘সবাইকে হারাব। গরুর পালকে যেমন ছুটিয়ে নিয়ে যায় তেমন নিয়ে যাব। খেলা শুরু হয়ে গিয়েছে। লোক পাচ্ছে না। MP-দের দাঁড় করিয়েছে। গোয়াল ফাঁকা।’

এদিন সভায় অনুব্রত বলেন, “নির্বাচন কমিশনের ক্যামেরার যতই নজরদারি থাকুক না কেন অনুব্রতকে আটকানো যাবে না। কমিশন ১০টা কেন ২৫টা ক্য়ামেরা লাগালেও আমাকে আটকানো যাবে না।”
