Thursday, December 18, 2025

পুরুলিয়ার জয়পুরে নির্দল প্রার্থীকে সমর্থন: ঘোষণা অভিষেকের

Date:

Share post:

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল। সেই কারণে পুরুলিয়ার জয়পুরে নির্দল প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।পুরুলিয়ার মানবাজারের সভা থেকে অভিষেক বলেন, “পুরুলিয়ার প্রতিটি বুথকে আগলে রাখুন। জেলায় বিজেপিকে ৮-০ করুন। জয়পুরে যেখানে আমরা প্রার্থী দিতে পারিনি যেখানে নির্দলকে ভোট দিন। বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়বেন না”।

জয়পুরে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দিব্যজ্যোতি সিংহদেও (Dibyajyoti Singh Deo)। তিনি আগে জেলা যুব তৃণমূল নেতা ছিলেন। কিন্তু দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন। পরে নেতৃত্বের সঙ্গে কথা বলে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছিলেন। তবে সেটা শেষ মুহূর্তে সম্ভব হয়নি। এদিকে, স্ক্রুটিনিতে ত্রুটি থাকায় তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আমাদের জয় হলেও ডিভিশন বেঞ্চের নির্দেশ তৃণমূল প্রার্থী ভোটে লড়তে পারবেন না”। এই পরিস্থিতিতে উজ্জ্বল কুমারের বদলে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিংহদেওকে সমর্থনের কথা ঘোষণা করেন অভিষেক।

তিনি কটাক্ষ করে বলেন, “বিজেপি পুরুলিয়ায় এমন একটা ভাব করছে যেন গোটা পুরুলিয়া গেরুয়া হয়ে গিয়েছে। আমরাও গেরুয়ায় বিশ্বাস করি। আমরা স্বামীজির গেরুয়ায় বিশ্বাস করি। যোগী আদিত্যানাথের(Yogi Adityanath) গেরুয়ায় বিশ্বাস করি না”।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, দিলীপ ঘোষ মা দুর্গার অপমান করেছেন।

দিলীপ ঘোষরা বলছে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী ভাঁওতা। আর স্থানীয় বিজেপি সাংসদ থেকে শুরু করে দিলীপ ঘোষের পরিবার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলেছেন “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ”।

Advt

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...