নন্দীগ্রামে ব্যক্তি আক্রমণে আটকে গেলেন শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০১১ সালে সিঙ্গুরের আন্দোলন তার রাজনৈতিক কেরিয়ারে একটা মাইলফলক ৷ শেষপর্যন্ত সিঙ্গুরে শুরু করা যায়নি টাটার গাড়ি কারখানা ৷ মঙ্গলবার এর জন্য সরাসরি তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷পাশপাশি তিনি স্পষ্ট করেছেন যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন আসলে শিল্পবিরোধী ছিল না ৷ নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘নন্দীগ্রামের মানুষ শিল্প চায় ৷ কিন্তু কেমিক্যাল হাব চায় না ৷’’
বরং তার দাবি, তিনি এখন নন্দীগ্রামের ঘরের ছেলে ৷ কারণ, তিনি নন্দীগ্রামের ভোটার৷ তাঁর আরও দাবি, নন্দীগ্রামের নন্দনায়কবাড়ে ৯ বছর ধরে তাঁর অফিস ৷ ওখানেই তিনি মানুষের পরিষেবা দেন ৷ ওই ঠিকানায় এবার নন্দীগ্রামের ভোটার হয়েছেন ৷
তাঁর অভিযোগ , নন্দীগ্রামকে মমতা কোনওদিন স্বীকার করেননি ৷ সিঙ্গুর থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য নন্দীগ্রাম করা হচ্ছে, সেই সময় মমতা এমন বলেছেন ৷
এদিন নির্বাচনী প্রচারে শুভেন্দুর আক্রমণ ছিল শুধুই ব্যক্তিগত স্তরে।

Previous articleবিজেপিকে রুখতে তৃণমূলকে সমর্থনের ইঙ্গিত দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা
Next articleপুরুলিয়ার জয়পুরে নির্দল প্রার্থীকে সমর্থন: ঘোষণা অভিষেকের