নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন । কিন্তু এভাবে বাধার মুখে পডরবেন ভাবতে পারেন নি বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। টালিগঞ্জ (Tollygunge)b বিধানসভা কেন্দ্রের এবারের বিজেপি (BJP) প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার রাতে ভবানীপুর এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তিনি । অভিযোগ, মুখ্যমন্ত্রীর পাড়ায় পৌঁছাতেই তাঁকে বাধার মুখে পড়তে হয়। এই ঘটনায় উত্তর কলকাতার তৃণমূল (TMC) যুব সম্পাদক ওয়াসিম আহমেদের দিকে অভিযোগের তীর।
বাবুলের অভিযোগ, রাতে প্রচারে বেরিয়ে চা খাওয়ার জন্য বলবন্তজির ধাবায় যান তাঁরা। সেইসময় গাড়ি থেকে নামার আগেই তাঁদের ঘিরে ধরেন তৃণমূল (TMC) যুবর সদস্যরা। উত্তর কলকাতার তৃণমূল যুবর সেক্রেটারি ওয়াসিম আহমেদের নেতৃত্বে বেশ কয়েকজন গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন।
যদিও পরিস্থিতি ঘোরালো হয়নি।
বাবুল অভিযোগ করেন , এটাই প্রমাণ যে গুন্ডামি আর গন্ডগোল পাকানোই শাসকদলের আসল চরিত্র। ভোট বঙ্গে কোনওরকম সৌজন্যতা নেই।
তিনি বলেন, এসব ২ মে শেষ হয়ে যাবে। যখন ‘খেলা নয়, বিকাশ হবে’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে।
