Tuesday, January 13, 2026

২৭ মার্চ প্রথম দফার ভোট, ২২ থেকে শুরু পুলিশ কর্মীদের প্রশিক্ষণ

Date:

Share post:

২৭ মার্চ প্রথম দফার ভোটগ্রহণ শুরু।  পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ১ এবং পূর্ব মেদিনীপুর পার্ট ১ ভোট গ্রহণ হবে।  প্রথম দফায় ৭৩ হাজার আধা সেনার পাশাপাশি ১১ হাজার ৮১৫ রাজ্য পুলিশ থাকবে নির্বাচন কমিশনের তদারকিতে। তার আগে ২২ মার্চ  থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।প্রথম দফায় মোট ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচনের জন্য প্রার্থীদের মনোয়ন জমা দেওয়ার কাজ শেষ হয়েছে।  প্রথম দফা নির্বাচনের আগে ২৫ মার্চ জরুরি বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। করোনা  বিধির কথা মাথায় রেখে এই বৈঠক হবে ভার্চুয়াল। উপস্থিত থাকবেন  কমিশনের ফুল বেঞ্চের পাশাপাশি থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কী কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে জানতেই এই জরুরি বৈঠক হবে। কীভাবে বাহিনী মোতায়েন করা হবে সে বিষয়ে রাজ্য প্রশাসনের কাছে জানতে চাওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭৭৪ কম্পানি অর্থাৎ ৭৩ হাজার আধা সেনার পাশাপাশি প্রথম দফায় প্রায় ১২ হাজার রাজ্য পুলিশ থাকেন নির্বাচনের দায়িত্বে। প্রথম দফার ভোটে ১১ হাজার ৮১৫ রাজ্য পুলিশ থাকবে। তার মধ্যে ৮ হাজার ৯২৬ লাঠিধারী পুলিশ,  ৫৪০ সশস্ত্র পুলিশ, ১১২ ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মী, ১ হাজার ৪৭০ এএসআই পদমর্যাদার পুলিশ, ৩৬৭ জন মহিলা কনস্টেবল। কমিশন সূত্রে খবর, সেন্ট্রাল ফোর্সের পাশাপাশি কলকাতা ও রাজ্য পুলিশ কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবেন পুলিশ পর্যবেক্ষক। সেই প্রশিক্ষণ পর্বে  খাতায় কলমে তাঁদের বোঝানো হবে নির্বাচনের দিনে কোন পরিস্থিতিতে কী ভূমিকা তাঁদের থাকবে। এই শিবির হবে ডিভিশন ভাগ করে। থানার ওসি এবং আইসি থেকে শুরু করে গ্রাউন্ড লেভেলের কর্মীদের পদমর্যাদা অনুযায়ী এই প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার ২২ মার্চ থেকে শুরু হবে প্রশিক্ষণ।

Advt

 

spot_img

Related articles

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...