Friday, November 7, 2025

ভারত সরকারের গান্ধী শান্তি পুরস্কার পেলেন বঙ্গবন্ধু

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা):  ভারত সরকারের ‘গান্ধী শান্তি পুরস্কার’ পেলেন  বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে এই পুরস্কারের ঘোষণা করল ভারত সরকার। সোমবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ২০২০ সালের ‘গান্ধী শান্তি পুরস্কার’-এর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২০১৯ সালের পুরস্কারের জন্য ওমানের প্রয়াত সুলটতা কাবুস বিন সায়েদ আল সায়েদের নাম ঘোষণা করে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে শুক্রবারই বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। অতিমারি শুরুর পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মোদি। তাঁর সফরের ঠিক আগেই ‘গান্ধী  শান্তি পুরস্কার’-এর জন্য ভারত সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করা হল।

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় যে, মহাত্মা গান্ধী যে অহিংসার পথ দেখিয়ে গেছেন,সেই একই পথে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের জন্য বঙ্গবন্ধুকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি তাঁর এক ভাষণে বলেছেন, “মানবাধিকার ও স্বাধীনতার দাবি আদায়ে বঙ্গবন্ধু একজন চ্যাম্পিয়ন। ভারতীয়দের কাছেও তিনি একজন বীর। বঙ্গবন্ধুর দেখানো পথে, তাঁর অনুপ্রেরণায় দুই দেশের সম্পর্কের শিকড় আজ অনেক গভীরে পৌঁছে গেছে। তাঁর নীতির পথ ধরেই গত কয়েক দশকে আমাদের দুই দেশের অংশীদারিত্ব যৌথ উন্নয়ন আর সমৃদ্ধির এক মজবুত ভিত্তিতে পৌঁছেছে।”

উল্লেখ্য মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মবার্ষিকীর বছর, ১৯৯৫ সাল থেকে ভারত সরকার প্রতি বছর ‘গান্ধী শান্তি’ পুরস্কার দিয়ে আসছে। গান্ধীর অহিংস নীতি পালন এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। গান্ধী শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি টাকা। সঙ্গে দেওয়া হয় মানপত্র ও ঐতিহ্যপূর্ণ হস্তশিল্প সামগ্রী। এর আগে দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, আর্চবিশপ ডেসমন্ড টুটু, তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার প্রমুখ গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন।

Advt

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...