Friday, November 14, 2025

শিক্ষার্থীকে ধর্ষণ করে মোবাইলে ছাত্রীর অশ্লীল ভিডিও, গ্রেফতার শিক্ষক

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা): মোবাইলে ছাত্রীর আপত্তিকর ছবি। গৃহশিক্ষক ও ছাত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। তা দেখতে পেয়েই ভেঙে গেল ছাত্রীর বিয়ে। ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া পুরসভার গোপীনাথপুর এলাকায়। গৃহশিক্ষকের বিরুদ্ধে বিয়ে ভেঙ্গে দেওয়ার অভিযোগে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন ছাত্রীর পরিবার। এরপরই পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষক, আশরাফুজ্জামান রানাকে (৩০) গ্রেফতার করে। সোমবার বিকেলে অভিযুক্ত আশরাফুজ্জামান রানা নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে তলা হয়।

এজাহার ও তাঁর পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের গোপীনাথপুর এলাকার মৃত মনিরুজ্জামান শেখের ছেলে গৃহশিক্ষক আশরাফুজ্জামান রানা ২০১৯ সালে একই এলাকার একজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর ছলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে রেকর্ডিং করে রাখে। এরপর সেই শিক্ষার্থীর বিয়ের আগের দিন সেইসব ভিডিও পাত্রপক্ষের সামনে তুলে ধরে আশরাফুজ্জামান রানা। আর তাতেই ভেঙে যায় বিয়ে। তবে, ধর্ষণের অভিযোগে রানা কে আটক রেখে লোহাগড়া থানায় খবর দেন ছাত্রীর বাবা।  খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় লোহাগড়া থানার পুলিশ। আশরাফুজ্জামান রানাকে আটক করে থানায় নিয়ে যায় তারা। গোটা ঘটনায় শিক্ষার্থীর পিতা সোমবার সকালে অভিযুক্ত রানাকে বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার এসআই(SI) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেলে অভিযুক্ত আশরাফুজ্জামান রানা নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ইতিমধ্যেই অভিযোগকারী ছাত্রীটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। একই আদালতে ভিকটিম(ছাত্রীটি) ২২ ধারায় জাবানবন্দী প্রদান করেছেন বলে তিনি জানান।

Advt

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...