শালবনির (Salboni) সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের (Susanta Ghosh) উপর হামলার অভিযোগ। তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেইসঙ্গে সংবাদমাধ্যমের ওপরেও হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ উঠেছে এদিন সকাল থেকেই বুথে সিপিএম এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোটারদেরকেও ভোট শেষে বুথের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না । হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় সুশান্ত ঘোষ রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। বুথের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ,”কারোর হিম্মত থাকলে আমাদের একটা পোলিং এজেন্টের গায়ে হাত দিয়ে দেখুক। যত দূর যেতে হয় যাব। আমাকে ভোট শেখাতে আসবেন না।” সুশান্ত ঘোষ এদিন আরো বলেন শালবনিতে মোট ৪০০ টি বুথ রয়েছে। তার মধ্যে ৩৬ টি সংবেদনশীল এবং ২৬ টি অত্যন্ত সংবেদনশীল। নির্বাচন কমিশনের কাছে এই ২৬ টি বুথে তিনি পুনঃনির্বাচনের দাবি জানাবেন বলে জানালেন।
