জঙ্গলমহলে পুড়ল বুথফেরত গাড়ি, উঠছে প্রশ্ন

রাজ্যে প্রথম দফা ভোটের আগেই জঙ্গলমহলে বুথফেরত গাড়িতে আগুন। ভস্মীভূত বুথফেরত গাড়ি। দুর্ঘটনা না নাশকতা, খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার রাতে বান্দোয়ানের গড়ুড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সাগা সুপুরুডি গ্রামের ফাঁকা রাস্তার উপর রহস্যজনক আগুন ধরে যায় ওই গাড়িটিতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়িতে আগুন লাগানো হয়েছে। ভোটকর্মীদের খাবার পৌঁছে ফিরছিল গাড়িটি। চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন-বাংলায় রেকর্ড ভোটদান করুন, আবেদন মোদির

জানা গিয়েছে, ভোটকর্মীদের খাবার দিয়ে গাড়িটি ফিরে আসার কথা নয়। মাওবাদী অধ্যুষিত ওই এলাকায় ভোরবেলায় ফেরার কথা। এনিয়ে নির্দেশিকা রয়েছে। কিন্তু তাও গাড়িটি রাতে ফিরল। কেন? সূত্রের খবর, গাড়িটি চালককে নামিয়ে মারধর করেছে ২ দুষ্কৃতী। বাকি দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Advt

Previous article‘সকলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন’, নির্বাচনের প্রথম দিন টুইট মমতার
Next articleশালবনিতে সুশান্ত ঘোষের ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর, গ্রেফতার ১