Monday, November 3, 2025

উলট পুরাণ! বিজেপির মুখে বাংলায় শান্তিপূর্ণ ভোটের তত্ত্ব

Date:

Share post:

কংগ্রেস (Congress) জমানা হোক বাম (Left front) কিংবা তৃণমূলের (TMC) আমল, পশ্চিমবঙ্গের ভোটে (West Bengal Election) বিরোধীরা (Opposition) বরাবরই শাসকের বিরুদ্ধে আঙুল তুলেছে রিগিং, সন্ত্রাস, হিংসা, ভোট লুটের। এবারও তেমন অভিযোগকে আমল দিয়ে রাজ্যে নজিরবিহীনভাবে ৮ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ, শনিবার যার প্রথম পর্ব। এদিন ৫ জেলার ৩০টি আসনে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এবং ভোটের শুরু থেকেই বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসতে শুরু করে। কিন্তু তারপরও বিজেপির (BJP) দাবি, এবার শান্তিপূর্ণ ভোট হচ্ছে। নির্বাচন কমিশনের (EC) কাছে তাঁদের বিশেষ অভিযোগ নেই! যা যেন উলট পুরাণ! রাজ্যের প্রধান বিরোধী শক্তি হয়েও ভোটে রিগিংয়ের তত্ত্ব উড়িয়ে দিয়েছে বিজেপি। যেমন কথা শোনা যায় শাসকের মুখে। এবার তেমনই কথা বললেন গেরুয়া শিবিরের নেতারা। বরং সেই তুলনায় শাসক তৃণমূলের অভিযোগ বেশি। বুথ জ্যাম থেকে শুরু করে এজেন্ট ঢুকতে বাধা কিংবা হিংসার কথা বেশি বলতে শোনা যাচ্ছে তৃণমূলকে।

এদিন নির্বাচন কমিশনের দফতরে এসে বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargio) ভোট গ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রথম দফায় ভোটে কম রিগিং হয়েছে। কম হিংসা হয়েছে। ৯০ শতাংশ বুথে নির্বিঘ্নে ভোট হয়েছে। যদিও দ্বিতীয় দফায় আরও সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ, প্রথম দফায় ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছে।”

এদিন কৈলাস, অর্জুনদের বডি ল্যাঙ্গুয়েজ আত্মবিশ্বাসে ভরপুর ছিল। কৈলাসের কথায়, “অনেকদিন ধরে বাংলায় ভোট দেখছি। এবার কম রিগিং হয়েছে। মানুষ নির্ভয়ে বুথে গিয়ে ভোট দিচ্ছেন। দ্বিতীয় দফায় ১০০ শতাংশ বুথে মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, এবার সেটা মুখ্য নির্বাচনী আধিকারিককে দেখতে বলেছি। গত ৪০ বছরে বাংলায় এত সুষ্ঠু ও অবাধ ভোট কেউ দেখেনি।”

Advt

 

spot_img

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...