করোনার আরও এক টিকা ‘কোভোভ্যাক্স’-এর ট্রায়াল শুরু হল ভারতে

‘কোভিশিল্ড’এর পর এবার ‘কোভোভ্যাক্স’। ভারতে আসতে চলেছে করোনার নতুন টিকা নোভোভ্যাক্স’ সংস্থার ‘কোভোভ্যাক্স’ (Covovax)। ইতিমধ্যেই এর ট্রায়াল শুরু হয়েছে ভারতে। এমনটাই টুইট করে জানিয়েছেন সেরাম ইন্সটিটিউটের সিইও আদার পুনাওয়ালা(Adar Poonawala)।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University) ও অ্যাস্ট্রাজেনেকা (Astrazreneca) সংস্থার সঙ্গে যৌথ প্রচেষ্টায় ভারতে প্রথম করোনার ভ্যাকসিন “কোভিশিল্ড” (Covishield) এনেছিল সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India)। এরপর আমেরিকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভোভ্যাক্সের সঙ্গে যৌথ প্রচেষ্টায় “কোভোভ্যাক্স” আগামী জুন মাসের মধ্যেই ভারতের আনার ইঙ্গিতও দিয়েছিলেন পুনাওয়ালা।

আরও পড়ুন-ভোট বড় বালাই: ওড়াকান্দিতে ভারতের তরফে প্রাথমিক স্কুল গড়ার প্রতিশ্রুতি মোদীর

টুইটে আদার পুনাওয়ালা লেখেন, “অবশেষে ভারতে কোভোভ্যাক্সের ট্রায়াল শুরু হল। নোভোভ্যাক্স ও সেরাম ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। এটি আফ্রিকা ও ব্রিটেনের করোনা স্ট্রেনের বিরুদ্ধেও কার্যকরী বলে প্রমাণিত হয়েছে এবং করোনাভাইরাসের বিরুদ্ধে ৮৯ শতাংশ কার্যকরী। আশা করছি, ২০২১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই এই ভ্যাকসিন বাজারে চলে আসবে।”

Advt