Monday, January 19, 2026

কেশিয়াড়িতে বুথে ঢুকতেই জানতে পারলেন তাঁদের ভোট গ্রহণ হয়ে গেছে

Date:

Share post:

ভোটে কারচুপি। কমিশনের কাছে উত্তর চাইলেন ভোটাররা। কেশিয়াড়ি গ্রামে অন্য সকল ভোটারদের মতই সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বুথে ঢোকার পর জানতে পারলেন পোস্টাল ব্যালটে তাঁদের ভোটগ্রহণ হয়ে গিয়েছে। প্রিসাইডিং অফিসার জানান, তাঁরা নাকি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। প্রথমটাই হতবম্ব হলেও পরে বুঝতে অসুবিধা হয়নি, যে এটা একরকম কারসাজি। পশ্চিম মেদিনীপুরে এঘটনা শুধুমাত্র একজনের সঙ্গে ঘটেছে তা নয়, ৯ জন ভোটার বুথে ডূকে জানতে পারেন তাঁদের ভোট দেওয়া হয়ে গিয়েছে। তাই এইনিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। যা কোনওদিনও আগে ঘটেনি, তা এইবারে কেন ঘটল! এটাই তাঁদের অভিযোগ।
শনিবার রাজ্যে প্রথম দফার ভোট শুরু হতেই এ ঘটনাটি ঘটে কেশিয়াড়ি বিধানসভার অন্তর্গত পচাখালি প্রাথমিক বিদ্যালয়ের ৪ নম্বর বুথে। এদিন সকালে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ান মামনি রজক শীট, আগমনী শীট ও আরও অনেকে। কিন্তু বুথে ঢোকার পর নাম লেখাতে গিয়ে জানতে পারেন, এই ভোটারদের নামের পাশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কথা লেখা রয়েছে। এমনকি নামের ওপর স্ট্যাম্পও মারা রয়েছে। তাই ভোট আর দিতে দেওয়া হয়নি তাঁদের। ওই ৯ ভোটারের দাবি, তাঁদের বাড়িতে কোনও পোস্টাল ব্যালট আসেনি। তাঁর থেকেও বড় কথা তাঁরা কোনো সরকারি কর্মী বা ভোটের কাজে যুক্ত নন। ফলে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রশ্নই আসেনা।
এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন তাঁরা। তৃণমূল প্রার্থী পরেশ মূর্মু বলেন, “কমিশনের উচিত যোগ্য ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেটা দেখা। তৃণমূল ও বিজেপি দু’পক্ষই এনিয়ে কমিশনের কাছে নালিশ জানিয়েছেন। ওই ৯ ভোটার যাতে ভোট দিতে পারেন, তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে বুথের প্রিসাইডিং অফিসার গৌতম দেব পাত্র এতে কমিশনের ভুল স্বীকার করে বলেন, ‘কমিশনের কোথাও ভুল হয়েছে। কারণ পোস্টাল ব্যালটের ব্যবস্থা শুধুমাত্র সরকারি চাকরি বা ভোটের অন্য কোনও কাজে ভোট দিতে পারেন না, তাঁদের জন্যি করা হয়। কিন্তু এক্ষেত্রে সেরকমটা হয়নি।’

Advt

spot_img

Related articles

কৃষ্ণনগরে বিজেপির ‘অবৈধ’ পার্টি অফিস! বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

বিজেপির ক্ষমতা রাজ্যের কোথাও একটু বাড়লে তারা বাংলার মানুষের উপর কী ধরনের অত্যাচার করে, তা ইতিমধ্যে বিভিন্ন ঘটনায়...

সিঙ্গুরে শিল্পের দিশা নেই মোদির ভাষণে! ‘জুমলা’ কটাক্ষে সরব তৃণমূল

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাইভোল্টেজ সভাকে কার্যত ‘দিশাহীন’ এবং ‘জুমলা’ বলে দাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বিজেপি...

সোমে বারাসাতে ‘রণ সংকল্প সভা’, স্বজনহারাদের কথা শুনবেন অভিষেক

নদিয়া জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পর সোমবার উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসাতে হাইভোল্টেজ সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের...

শিল্প নিয়ে একটি কথা নেই: সিঙ্গুরেই বঙ্গ বিজেপির সলিল সমাধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সিঙ্গুরে সভা করার আগে বঙ্গ বিজেপি নেতারা মঞ্চ এমন ভাবে প্রস্তুত করেছিলেন যেন সিঙ্গুরে...