বঙ্গে শুরু হয়েছে প্রথম দফার ভোট। এদিকে আগামী ৬ এপ্রিল থেকে তামিলনাড়ুতেও শুরু হতে চলেছে বিধানসভার নির্বাচন। তাঁর আগেই তুঙ্গে চলছে ভোটপ্রচার। তবে একটু অন্যভাবেই প্রচার করলেন তামিলনাড়ুর একটি ভোটপ্রার্থী। বাজারে দাঁড়িয়ে আম বিক্রি করে জনসংযোগ করতে দেখা গেল তাঁকে।

তামিলনাড়ুর চিপকে বিধানসভা কেন্দ্রের ট্রিপলিকেন বাজারে কোনও জনসভা নয়, বরং বেনজিরবিহীনভাবে আম বেচতে দেখা গেল পিএমকের এই প্রতিনিধিকে। ডিএমকে প্রধান এমকে স্টালিনের ছেলে উদয়ানিধি স্টালিনের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন তিনি। কাসালি জানিয়েছেন, আসলে আম বেচাটাই উদ্দেশ্য নয়। দলের প্রতীকীই আম। তাই তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আম বিক্রিকেই জনসংযোগের উপায় হিসেবে বেঁছেছেন তিনি।


আরও পড়ুন- বিজেপি প্রার্থী লকেটকে বিষাক্ত রং ছোঁড়ার অভিযোগ, হারের ভয়ে নাটক বলছে তৃণমূল
