করোনা ( corona) মুক্ত সুনীল ছেত্রী( sunil chhetri)। নিজেই টুইট করে জানালেন ভারত( india) অধিনায়ক। গত ১১ মার্চ করোনা আক্রান্ত হন সুনীল। যার কারণে ওমানের( oman) বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। তবে এখন যে তিনি করোনা মুক্ত জানালেন তিনি।

রবিবার টুইট করে সুনীল লেখেন, “পরীক্ষায় পাস। মাঠে ফিরতে পারার থেকে আনন্দের কিছু হতে পারে না । দ্রুত আরোগ্য কামনা করার জন্য সকলের কাছে কৃতজ্ঞ। গুরুত্বপূর্ণ হল সবার সুস্থ থাকা এবং মাস্ক পরে থাকা।”

আরও পড়ুন:রেকর্ড গড়ল রোহিত শর্মা, শিখর ধাওয়ান জুটি
