পচা শামুকে পা কাটল জার্মানের( German )। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ম্যাচে হার জোয়াকিম লোর দলের। এদিন তারা ঘরের মাঠে হারল উত্তর ম্যাসিডোনিয়ার (North Macedonia) কাছে। ম্যাচের ফলাফল ১-২।

প্রাক বিশ্বকাপে ২০ বছর পর হারল জার্মানি। ২০০১ সালে ইংল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরেছিল জার্মানরা। এরপর আর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে হারের মুখ দেখেনি তারা।

এদিন ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে গোরান প্যান্দেভের গোলে এগিয়ে যায় উত্তর ম্যাসিডোনিয়া। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে সমতায় ফেরান গুন্দোয়ান। ৮৫ মিনিটে এলজিফ এলমাস জয়সূচক গোল করেন উত্তর ম্যাসিডোনিয়ার হয়ে।

আরও পড়ুন:আইপিএল শুরু আগেই বড় ধাক্কা সিএসকে শিবিরে
