ফের আমেরিকার (America) প্রাক্তন প্রেসিডেন্ট (Ex President) ডোনাল্ড ট্রাম্পকে ( Donald Trump) ব্যান (Banned) করলো ফেসবুক (Facebook) কর্তৃপক্ষ। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ফেসবুক থেকে ব্যান করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। এর আগে গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে ফেসবুক-সহ আরও কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ট্রাম্পকে ব্যান করা হয়েছিল।

এবার পুত্রবধূ লারা ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর একটি ইন্টারভিউয়ের ক্লিপিংস লারার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। সেই কারণেই ওই পোস্ট মুছে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেসবুক কর্তৃপক্ষ। পোস্ট ডিলিট করার বিষয়ে লারাকে ইমেলে জানানো হয়েছে ফেসবুকের তরফে।
