Thursday, August 21, 2025

ভোটের দিনে মোদির সভার বিরোধিতায় সোচ্চার বিরোধীরা, আইনি দিক খতিয়ে দেখছে কমিশন

Date:

Share post:

রাজ্যে ৮ দফা ভোট প্রচারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের গোটা ক্যাবিনেট এখন “ডেইলি প্যাসেঞ্জার”! বিশেষ করে ভোটের দিনগুলিতে জনসভা করছেন রাজ্যের কোথাও না কোথাও। এবং ওইদিন যে কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে, সেই কেন্দ্রগুলির নাম করে প্রচার করছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। অভিযোগ, ভোটের দিন মোদির ভাষণ টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় তা দেখিয়ে সংশ্লিষ্ট ভোটার প্রভাবিত করা হতে পারে।

এই যেমন পয়লা এপ্রিল নন্দীগ্রাম(Nandigram)-সহ ৩০টি কেন্দ্রে যখন ভোট চলছে, ঠিক তখন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নির্বাচনী ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী (PM)। এবং সেই সভা থেকে “নন্দীগ্রামে দিদি হারছেন” বলে আওয়াজ তুলছেন। এর ফলে টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায় তা দেখে ভোটারদের মনে প্রভাব পড়তে পারে। কারণ, তখনও ভোট শেষ হয়নি।

আরও পড়ুন-মোদি-শাহ-শুভেন্দুর “এক্সিট পোল” ফলস? নন্দীগ্রাম বলছে জিতছে দিদি

এমনই নির্বাচনী আচরণ বিধি (MCC) ভঙ্গের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তুলে সোচ্চার হয়েছে তৃণমূল(TMC)-সহ বিরোধীরা। বিরোধীদের অভিযোগ পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে। তাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, এনিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন কমিশনের আধিকারিকরা।

গত বৃহস্পতিবার ভোটের দিন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন, নির্বাচনের দিন সভা করে প্রধানমন্ত্রী আদর্শ আচরণবিধি ভঙ্গ করছেন। প্রভাবিত করছেন ভোটারদের। এই অভিযোগই নির্বাচন কমিশনে করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর একটি অভিযোগ গিয়েছে সংযুক্ত মোর্চার তরফে। তারাও মোদির বাংলাদেশ সফর টেনেছে। সংযুক্ত মোর্চার দাবি, বাংলাদেশের হিন্দু মন্দিরে পুজোপাঠ ও একটি সম্প্রদায়ের অনুষ্ঠানে ভাষণ দিয়ে বিধি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ভোটের দিন জয়নগর ও উলুবেড়িয়ার সভায় ধর্মীয় প্ররোচনা দেওয়ার অভিযোগও করেছে তারা।

Advt

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...