নজরে তৃতীয় দফা, ভোট প্রচারে আজ ফের রাজ্যে মোদি

প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। চলছে তৃতীয় দফার প্রস্তুতি। সেদিকে নজর রাখেই শনিবার ফের রাজ্যে ভোট প্রচারে(election campaign) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আজ রাজ্যের দুই জায়গায় জনসভা রয়েছে মোদির।

আরও পড়ুন:SSKM হাসপাতালে গুলিবিদ্ধ পুলিশ কর্মী! আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কিছু

বিজেপি সূত্রের খবর, শনিবার প্রচারে প্রথম জনসভাটি মোদি করবেন হুগলি জেলার হরিপাল বিধানসভা কেন্দ্রে। এখানে দুপুর ২.৪৫ নাগাদ জনসভা হওয়ার কথা। এখানে মোদি ঘনিষ্ঠ প্রাক্তন রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্ত প্রার্থী হয়েছেন। তবে জনসভায় যাওয়ার আগে তারকেশ্বর মন্দিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর দ্বিতীয় জনসভাটি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর দক্ষিণ কেন্দ্রের আড়াপাঁচ ময়দানে। বিকেল ৪.২৫ নাগাদ এই জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।

Advt