Thursday, November 13, 2025

সাতগাছিয়ায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে শ্যামাপোকা বলে কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

মঙ্গলবার তৃতীয় দফায় সাতগাছিয়া আসনে নির্বাচন । প্রচারের শেষদিনে রবিবার সেখানেই সভা করলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আক্রমণ করলেন বিজেপিকে (BJP)। কটাক্ষ করে বললেন, “বিজেপি শ্যামাপোকার মতো। কালীপুজোর পর যেমন শ্যামাপোকা দেখা যায় না। তেমনই ভোটের পর ওদেরও দেখা যাবে না।”
এদিন পর পর সভায় অভিষেক বলেন, বিজেপি কোনও মতেই তৃণমূলকে হারাতে পারবে না। কারণ, তৃণমূলের সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়ন। আর এই উন্নয়নের প্রশ্নে মমতার দল এগিয়ে রয়েছে বাংলায়। এমনই দাবি অভিষেকের।সাতগাছিয়ায় বিজেপিকে একহাত নিলেন তিনি। অভিযোগ করলেন, বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাংলা দখলের চেষ্টা করছে। কিন্তু কোনওক্রমে বাংলার দায়িত্ব পেলেও প্রতিশ্রুতি পূরণ তারা করবে না।
তিনি বলেন, ভোটের লড়াইতে মমতাকে টার্গেট করে কথা না বলে, বিজেপির উচিত উন্নয়নের প্রশ্নে ডিবেটে অংশ নেওয়া। অভিষেক বলেন, তিনি নিজে চান উন্নয়নের প্রশ্নে ডিবেট লড়তে। এবিষয়ে স্থান, কাল, পাত্র , সঞ্চালক বিজেপি ঠিক করুক, তিনি সেই ডিবেটে অংশ নিতে রাজি।
অভিষেকের দাবি, ভোটে কারচুপির উদ্দেশেই আট দফায় ভোট করানো হচ্ছে বাংলায়। হুঙ্কার ছেড়ে বললেন, “১০ দফায় ভোট করলেও কোনও লাভ করতে পারবে না বিজেপি। বাংলার মানুষ বিজেপির দফারফা করে দেবে।
অভিষেক বলেন, ‘করোনার দোহাই দিয়ে বিজেপি সাংসদদের তহবিলের টাকা রুখে দিয়েছে।’ তিনি বলেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক তহবিল নিয়ে এমন কোনও সিদ্ধান্ত নেননি, যেখানে বাংলা নিজেও করোনার প্রবল দংশন সহ্য করেছে।
চ্যালেঞ্জ ছুঁড়ে যুব তৃণমূল সভাপতি এদিন ফের বলেন, “তৃণমূল ২৫০ আসন পাবেই।”
বিজেপির (BJP) পাশাপাশি এদিন দলত্যাগীদেরও কটাক্ষ করেন অভিষেক। পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা সকলের সামনে তুলে ধরেন।
প্রতিশ্রুতি দিলেন, ২ মে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পর ১ জুন থেকে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন। পড়াশোনার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে পড়ুয়ারা।শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ এনেছেন, সেখানে সেবিষয়ে একটিও কথা খরচ করতে শোনা যায়নি তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদকে।

Advt

spot_img

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...