Friday, November 14, 2025

বিজেপি প্রার্থী পায়নি তাই লকেটকে দাঁড় করিয়েছে, কটাক্ষ মমতার

Date:

Share post:

সোমবার হুগলির চুঁচুড়ার মঞ্চ থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,বিজেপি প্রার্থী পায়নি তাই লকেটকে দাঁড় করিয়েছে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টিকে ‘চোরেদের দল’ বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। এরপর মোদিকে নিশানা করে মমতা বলেন, ‘রোজ আমাকে ভ্যাঙায়। যত ভ্যাঙাবে ওর জিভ ক্ষয় হবে।’

এদিন মমতা বলেন,”BJP-র লোক নেই, তাই সাংসদকে প্রার্থী করেছে। এরপর পুরভোট, পঞ্চায়েত ভোটে দাঁড়াবে। আমি তো ওদের কীর্তি কলাপ সব জানি। আমাদের দলকে সারদা-নারদা বলে। বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ। লকেট তো রোজভ্যালিদের গলার লকেট। সব জানি। ওঁদের বিরুদ্ধে কিছু হয় না। ও তো জিতবে না। টাকার, জন্য, দলের জন্য দাঁড়িয়েছে।’

আরও পড়ুন-ফাঁকা মাঠের লজ্জা! শ্রীরামপুরের জনসভা বাতিল করলেন জেপি নাড্ডা

ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ শানিয়ে মমতা এদিন বলেন, ‘BJP চোরেদের দল। স্থানীয়দের কাউকে দাঁড় করাওনি ভোটে। BJP স্থানীয় লোকেদের সম্মান করে না। BJP দলের হয়ে দাঁড়ানো মানে টাকা ইনকাম।’ অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বলেন, ‘রোজ আমাকে ভ্যাঙায়। যত ভ্যাঙাবে ওর জিভ ক্ষয় হবে। ভ্যাঙাতে দিন, গালাগলি দিতে দিন। আমি তো নিজে জানি আমি কী। বাংলার সকলে আমায় ভালোবাসেন। সুকমায় কত জওয়ান মারা গিয়েছেন। দেশকে দেখছে না। বাংলা দখল করবে বলে টাকার ভাণ্ডার নিয়ে বসে আছে। চ্যালেঞ্জ করছি, প্রত্যেকটা পরিবারকে বিনামূল্য গ্যাস দিন।’

এদিন মমতা আরও বলেন, ‘গুজরাটিরা বাংলা শাসন করবে না’। রাজ্যে কেন ৮ দফায় নির্বাচন সে নিয়ে আবরও এদিন সরব হন মমতা। তিনি বলেন, ‘BJP-র মণ্ডলরা ঠিক করে দিচ্চে নির্বাচনের দিন। বলবে, কোভিড হয়েছে বলে নির্বাচন বন্ধ করে দাও! এসব চলবে না। ভোট যখন শুরু হয়েছে, শেষ করতে হবে।’ সোমবার তিনি আরও বলেন,”বাংলার দুটো গদ্দার বিজেপিকে দিয়ে রাজ্য শাসন করাবে? আমি থাকতে সেটা হবে না।” এছাড়াও মমতা এদিন প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ডানকুনি থেকে রঘুনাথপুর জঙ্গলমহল সুন্দরী শিল্প তালুক হবে।”

Advt

spot_img

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...