Sunday, August 24, 2025

বিজেপি প্রার্থী পায়নি তাই লকেটকে দাঁড় করিয়েছে, কটাক্ষ মমতার

Date:

Share post:

সোমবার হুগলির চুঁচুড়ার মঞ্চ থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,বিজেপি প্রার্থী পায়নি তাই লকেটকে দাঁড় করিয়েছে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টিকে ‘চোরেদের দল’ বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। এরপর মোদিকে নিশানা করে মমতা বলেন, ‘রোজ আমাকে ভ্যাঙায়। যত ভ্যাঙাবে ওর জিভ ক্ষয় হবে।’

এদিন মমতা বলেন,”BJP-র লোক নেই, তাই সাংসদকে প্রার্থী করেছে। এরপর পুরভোট, পঞ্চায়েত ভোটে দাঁড়াবে। আমি তো ওদের কীর্তি কলাপ সব জানি। আমাদের দলকে সারদা-নারদা বলে। বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ। লকেট তো রোজভ্যালিদের গলার লকেট। সব জানি। ওঁদের বিরুদ্ধে কিছু হয় না। ও তো জিতবে না। টাকার, জন্য, দলের জন্য দাঁড়িয়েছে।’

আরও পড়ুন-ফাঁকা মাঠের লজ্জা! শ্রীরামপুরের জনসভা বাতিল করলেন জেপি নাড্ডা

ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ শানিয়ে মমতা এদিন বলেন, ‘BJP চোরেদের দল। স্থানীয়দের কাউকে দাঁড় করাওনি ভোটে। BJP স্থানীয় লোকেদের সম্মান করে না। BJP দলের হয়ে দাঁড়ানো মানে টাকা ইনকাম।’ অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বলেন, ‘রোজ আমাকে ভ্যাঙায়। যত ভ্যাঙাবে ওর জিভ ক্ষয় হবে। ভ্যাঙাতে দিন, গালাগলি দিতে দিন। আমি তো নিজে জানি আমি কী। বাংলার সকলে আমায় ভালোবাসেন। সুকমায় কত জওয়ান মারা গিয়েছেন। দেশকে দেখছে না। বাংলা দখল করবে বলে টাকার ভাণ্ডার নিয়ে বসে আছে। চ্যালেঞ্জ করছি, প্রত্যেকটা পরিবারকে বিনামূল্য গ্যাস দিন।’

এদিন মমতা আরও বলেন, ‘গুজরাটিরা বাংলা শাসন করবে না’। রাজ্যে কেন ৮ দফায় নির্বাচন সে নিয়ে আবরও এদিন সরব হন মমতা। তিনি বলেন, ‘BJP-র মণ্ডলরা ঠিক করে দিচ্চে নির্বাচনের দিন। বলবে, কোভিড হয়েছে বলে নির্বাচন বন্ধ করে দাও! এসব চলবে না। ভোট যখন শুরু হয়েছে, শেষ করতে হবে।’ সোমবার তিনি আরও বলেন,”বাংলার দুটো গদ্দার বিজেপিকে দিয়ে রাজ্য শাসন করাবে? আমি থাকতে সেটা হবে না।” এছাড়াও মমতা এদিন প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ডানকুনি থেকে রঘুনাথপুর জঙ্গলমহল সুন্দরী শিল্প তালুক হবে।”

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...