Monday, August 25, 2025

বাংলাকে গুজরাট হতে দেব না, গুজরাটিদের বাংলা দখল করতে দেব না: হুগলির জনসভায় বললেন মমতা

Date:

Share post:

আগামী শনিবার, ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার বিধানসভা( 4th phase assembly election) নির্বাচন। মোট ৪৪ টি আসনে সেদিন ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবারই ছিল প্রচারের শেষ দিন । মুখ্যমন্ত্রী মমতা(chief minister Mamata Banerjee) বন্দ্যোপাধ্যায় এদিন হুগলির বলাগড় এবং শ্রীরামপুরে দুটি জনসভা করেন। মুখ্যমন্ত্রী এদিন জনপ্লাবনে ভেসে যাওয়া জনসভাকে প্রশ্ন করেন, আপনারা কি চান? গুজরাটিরা এসে বাংলা চালাক? আমি বেঁচে থাকতে বিজেপিকে বাংলা দখল করতে দেব না। বাংলাকে গুজরাট হতে দেব না। বাংলাকে বাঁচাতে তৃণমূলকে ভোট দিন। বিজেপি কেন ভোট দেবেন? গ্যাসের দাম বাড়িয়েছে। তোমাদের নেই কোন কাম, মানুষকে করেছ বদনাম। আপনারা বলুন ক্যাশ চাই না গ্যাস চাই। বিজেপি রেল বিক্রি করে দিচ্ছে। সব বিক্রি করে দিচ্ছে। মানুষ খাবে কি? বিজেপির আমলে অর্থিনীতি ধুঁকছে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বলাগড় এ অনেক ইটভাটা আছে। একটা সময় কোর্টের অর্ডারে ইটভাটাগুলো বন্ধ হয়ে গেছিল। আমি আবার আইন পাশ করে খুলিয়েছি। আপনারা চিন্তা করবেন না, আমি সব সময় আপনাদের পাশে থাকব। পাশাপাশি মৎস্যজীবিদের জন্যেও কাজ করছি। এখানে ইকো ট্যুরিজম পার্ক হবে।

বলাগড় এ প্রার্থী করেছি মা মাটি মানুষের সার্থক প্রতিনিধি মনোরঞ্জন ব্যাপারিকে। মনোরঞ্জন রান্না করতে করতে বই লিখতেন। ওনাকে রান্নার কাজ থেকে সরিয়ে লাইব্রেরিতে চাকরি দিয়েছি। মনোরঞ্জন ব্যাপারি রিক্সা চালিয়ে নমিনেশন সাবমিট করতে গেছেন।

মানুষ ভোট কেন দেয়? যাতে পাঁচ বছরে একটা সরকার তাদের জন্য কিছু কাজ করে। আমরা আপনাদের জন্য কি করিনি? বিনামূল্যে রেশন, কন্যাশ্রী, রুপশ্রী, ঐক্যশ্রী সব করেছি। ষাট বছর বয়সী তপশিলি বন্ধুদের পেনশন দেওয়া হয়েছে। ১৮- ৬০ বছর বয়সী বিধবারা পেনশন পাবেন। দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে নাম লিখিয়ে নেবেন।

আর ওদিকে বিজেপি কি করেছে? দাঙ্গা করেছে আর মদ খাইয়েছে। গ্যাসের দাম বাড়িয়েছে তেলের দাম বাড়িয়েছে। আর সব সরকারি সম্পত্তি বেচে দিয়েছে। তাই বলছি বিজেপিকে একটি ভোটও দেবেন না। আগামী দিনে আমরা বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেব, মা বোনেদের ৫০০- ১০০০ টাকা করে দেব। কৃষক বন্ধুরা এখন যারা ৫০০০ টাকা করে পান, সেটা ১০ হাজার টাকা হয়ে যাবে। ক্ষেতমজুররা ৫ হাজার টাকা করে পাবেন। স্টুডেন্টদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেব।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...