Monday, August 25, 2025

TMC vs BJP: নানুরে বোমাবাজির ঘটনায় আটক, আনন্দপুর সংঘর্ষে লাঠিচার্জ পুলিশের

Date:

Share post:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) রাজনৈতিক রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। চার দফার ভোট শেষ হয়েছে, বাকি আরও চার দফা। তার মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর আসছে। বীরভূমের নানুরে (Nanur) দফায় দফায় বোমাবাজিতে চরম উত্তেজনা এলাকায়। অভিযোগ, বিজেপি (BJP) প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার জন্য এলাকায় বোমাবাজি করে ভোটারদের মনে আতঙ্ক তৈরি করছে তৃণমূলের গুন্ডারা। আজ, সোমবার নানুর বিধানসভার বোলপুর থানার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতে আজ প্রচারে আসার কথা নানুর কেন্দ্রের বিজেপির প্রার্থী তারক সাহার। তার আগে বোমাবাজির ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

তবে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। তাদের দাবি, গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। বিজেপির কর্মীরাই বোমাবাজি করে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়। এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে দু-পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে বোলপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়াল কলকাতার আনন্দপুর (Anandpur) থানা এলাকায়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত বেশ কয়েকজন। দোষীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে পথ অবরোধ করে চলল বিক্ষোভ।

জানা গিয়েছে, আনন্দপুর থানার পশ্চিম চৌবাগা এলাকায় পার্টি অফিসে যখন বসেছিলেন বিজেপি কর্মী-সমর্থক, তখন তাঁদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ। এরপরই দু’দলের সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। লাঠির আঘাতে বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন বলে পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।

Advt

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...