দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

বিজেপির রাজ্য সভাপতি (Dilip Ghosh) দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)তরফে নির্বাচন কমিশনে (election Commission)অভিযোগ জানানো হয়েছে। অভিযোগপত্রে আর্জি জানানো হয়েছে, শেষ চার দফা ভোটে দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হোক। একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলার দায়ের করার আর্জিও জানানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্যের শাসক দল অভিযোগ জানিয়েছে, দিলীপ ঘোষের মন্তব্য থেকেই স্পষ্ট, বিজেপি নেতাদের ক্রমাগত উস্কানিতেই কোচবিহারের শীতলকুচির মত গণহত্যার ঘটনা ঘটেছে। তৃণমূল দাবি করেছে, ‘শীতলকুচিতে নৃশংস, ঠান্ডা মাথায় চার নিরীহ মানুষকে হত্যার ঘটনায় নিন্দা করার পরিবর্তে বাকি নির্বাচনে একইরকম হিংসাত্মক ঘটনা ঘটানোর জন্য দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ দিয়েছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয় এই মন্তব্যের মাধ্যমে সাধারন, শান্তিপ্রিয় ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। যদিও রাজ্যের শাসকদলের এই অভিযোগের প্রেক্ষিতে এখনও কমিশনের তরফে কিছু জানানো হয়নি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, রবিবার নির্বাচনী প্রচারে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানাতে গিয়ে প্রকাশ্য জনসভায় দিলীপ ঘোষ বলেন, ‘আপনারা সকাল সকাল গিয়ে লাইন দিয়ে ভোট দিন। সেন্ট্রাল ফোর্স বুথে থাকবেই। কেউ গায়ের জোর দেখালে তো আমরা আছিই। আর বাড়াবাড়ি করলে দেখেছেন তো শীতলকুচিতে কী হল, ওরকম জায়গায়-জায়গায় শীতলকুচি হবে।’ বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পর ফের রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন শুরু হয়েছে।

 

Previous articleবাকি চার দফায় আরও ১৬টি শীতলকুচি কাণ্ড হবে! বিস্ফোরক মন্তব্য সায়ন্তনের
Next articleTMC vs BJP: নানুরে বোমাবাজির ঘটনায় আটক, আনন্দপুর সংঘর্ষে লাঠিচার্জ পুলিশের