Sunday, August 24, 2025

শীতলকুচির ঘটনা পূর্বপরিকল্পিত, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছে বাহিনী: অভিষেক

Date:

Share post:

শনিবার চতুর্থ দফা ভোট গ্রহণের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা গিয়েছেন চারজন। কোচবিহারের (Coochbehar) শীতলকুচির সেই ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। একই সঙ্গে তাঁর অভিযোগ, শীতলকুচির ঘটনা বিজেপির (Bjp) পূর্বপরিকল্পিত। ভোটের লাইনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছিল বাহিনী।

সোমবার উত্তরবঙ্গের তিনটি বিধানসভা- ময়নাগুড়ি, মাল এবং ফাঁসিদেওয়ায় জনসভা করেন তৃণমূল সাংসদ। সেখানে তিনি জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২৫০-র বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন।” শীতলকুচির গুলি চালানোর ঘটনা নিয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন তিনি। বলেন, “শীতলকুচির ঘটনা পূর্বপরিকল্পিত”। এই বিষয়ে বিজেপি নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu) 6 মাস আগের করা একটি মন্তব্যের অডিও রেকর্ডিং শোনান অভিষেক। সেখানে সায়ন্তন বলেন, “সিআরপিএফ-কে বলব গুলি যেন বুক লক্ষ্য করে যায়”। ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে”। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, “৪জন কেন ৮ জনের কেন গুলি লাগল না? অভিষেক প্রশ্ন তোলেন, “এঁদের আপনারা ভোট দেবেন?” তাঁর মতে, ভোটের লাইনে দাঁড়ানো নিরীহ মানুষদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলি করেছে বাহিনী।

আরও পড়ুন-শীতলকুচির ঘটনা পরিকল্পিত, কারা প্ল্যান করেছিল তদন্ত করে দেখব: মমতা

শীতলকুচির বুলেটের জবাব ব্যালটে দেওয়ার আহ্বান জানান তৃণমূল সাংসদ। “২ মে ইভিএম খুললে বিজেপি যেন চোখে সর্ষে ফুল দেখে।”

তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রীসহ বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন”। তৃতীয়বার ক্ষমতায় এসে দুয়ারে রেশন, ১০ লক্ষ টাকার স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ন্যূনতম মাসিক আয় প্রকল্প চালু করবেন মমতা।

Advt

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...