Thursday, November 6, 2025

শীতলকুচির ঘটনা পূর্বপরিকল্পিত, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছে বাহিনী: অভিষেক

Date:

Share post:

শনিবার চতুর্থ দফা ভোট গ্রহণের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা গিয়েছেন চারজন। কোচবিহারের (Coochbehar) শীতলকুচির সেই ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। একই সঙ্গে তাঁর অভিযোগ, শীতলকুচির ঘটনা বিজেপির (Bjp) পূর্বপরিকল্পিত। ভোটের লাইনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছিল বাহিনী।

সোমবার উত্তরবঙ্গের তিনটি বিধানসভা- ময়নাগুড়ি, মাল এবং ফাঁসিদেওয়ায় জনসভা করেন তৃণমূল সাংসদ। সেখানে তিনি জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২৫০-র বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন।” শীতলকুচির গুলি চালানোর ঘটনা নিয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন তিনি। বলেন, “শীতলকুচির ঘটনা পূর্বপরিকল্পিত”। এই বিষয়ে বিজেপি নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu) 6 মাস আগের করা একটি মন্তব্যের অডিও রেকর্ডিং শোনান অভিষেক। সেখানে সায়ন্তন বলেন, “সিআরপিএফ-কে বলব গুলি যেন বুক লক্ষ্য করে যায়”। ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে”। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, “৪জন কেন ৮ জনের কেন গুলি লাগল না? অভিষেক প্রশ্ন তোলেন, “এঁদের আপনারা ভোট দেবেন?” তাঁর মতে, ভোটের লাইনে দাঁড়ানো নিরীহ মানুষদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলি করেছে বাহিনী।

আরও পড়ুন-শীতলকুচির ঘটনা পরিকল্পিত, কারা প্ল্যান করেছিল তদন্ত করে দেখব: মমতা

শীতলকুচির বুলেটের জবাব ব্যালটে দেওয়ার আহ্বান জানান তৃণমূল সাংসদ। “২ মে ইভিএম খুললে বিজেপি যেন চোখে সর্ষে ফুল দেখে।”

তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রীসহ বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন”। তৃতীয়বার ক্ষমতায় এসে দুয়ারে রেশন, ১০ লক্ষ টাকার স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ন্যূনতম মাসিক আয় প্রকল্প চালু করবেন মমতা।

Advt

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...