মানা হচ্ছে না দূরত্ব-বিধি, মুখে নেই মাস্ক, দক্ষিণেশ্বর মন্দিরে চলছে পুজো

ফাইল ছবি

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশবাসী। গত বছর ঠিক এমন সময় করোনা চিত্রটা খানিকটা হলেও আলাদা ছিল। ছিল না ২ লক্ষ আক্রান্তের সংখ্যা। তবে গোটা দেশজুড়ে করোনা মহামারির জেরে চলছিল লকডাউন। বন্ধ ছিল সমস্ত মন্দিরের গেট। তবে এবছর এমনটা হয়নি। করোনার বাড়বাড়ন্ত থাকলেও, পয়লা বৈশাখের পুজোয় ব্যস্ত ভক্তরা। খোলা দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। করোনা অতিমারির মধ্যেও মন্দিরে হাজির ভক্তরা।

তবে অন্যান্য বছরের তুলনায় দক্ষিণেশ্বর মন্দির চত্বর এবছর অনেকটাই ফাঁকা। যারা পুজো দিতে আসছেন, মন্দির প্রবেশ পথে তাদের থার্মাল স্ক্যানিং করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু মন্দিরে ঢোকার পর অনেকের মুখেই আর মাস্ক দেখতে পাওয়া যাচ্ছে না। অনেক মানুষ মাস্ক খুলেই ঘুরে বেরাচ্ছেন। এমনকি পুজোর লাইনে মানা হচ্ছে না দূরত্ব বিধিও।

আরও পড়ুন-বন্ধ গর্ভগৃহ, নয়া পদ্ধতিতে তারকেশ্বরে জল ঢাললেন ভক্তরা

সচেতনতার অভাব যে মানুষের এখনও আছে তা আরও একবার প্রমাণ হল এই পয়লা বৈশাখের দিনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩৯ জন। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ হাজার। গত বছর একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেনি। পরিসংখ্যান বলছে করোনার প্রথম ঢেউয়ে এতটা ভয়াবহ হয়নি। করোনার দ্বিতীয় ঢেউ যে কতটা সাংঘাতিক তা স্পষ্ট আক্রান্তের সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১,০৩৮।

Advt