রাজ্যে দেশ দফায় নির্বাচন ২৯ এপ্রিল। শেষ তথা অষ্টম দফায় উত্তর কলকাতায় নির্বাচন। নজিরবিহীন ভাবে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে হতে চলেছে ভোট গ্রহণ কেন্দ্র৷ শুক্রবার নির্বাচনের কমিশন এই মর্মে নির্দেশিকা এসেছে সিএমএস-এ। ফলে ২৭ এপ্রিল স্টোরের দখল নেবে কেন্দ্রীয় বাহিনী। তিন দিন সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে প্রবেশের উপর থাকবে নিষেধাজ্ঞা।

বাগবাজারের এই সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকেই গোটা রাজ্যে করোনা ভ্যাকসিন বণ্টন করা হয়। এবার এই মেডিক্যাল স্টোরেই হবে ভোটগ্রহণ কেন্দ্র। কমিশনের নির্দেশ, ২৭ এপ্রিল থেকে সেন্ট্রাল মেডিকেল স্টোর থাকবে কেন্দ্রীয় বাহিনীর হাতে। এর ফলে ২৯ এপ্রিল পর্যন্ত CMS র কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- কমিশনের নির্দেশকে মান্যতা, মঞ্চ থেকে করোনা সতর্কতা প্রচার কুণালের

এখানেই উঠছে বড় প্রশ্ন। টানা ৩ দিন CMS বন্ধ থাকলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে বলে দাবি চিকিৎসা বিভাগের। কারণ, CMS এ সর্বপ্রথম করোনার টিকা এসে পৌঁছায় এবং সেখান থেকে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে টিকা সরবরাহ করা হয়। ফলে স্টোর থেকে ভ্যাকসিন বার করা না গেলে ওই তিনটি দিন কী ভাবে ভ্যাকসিন বণ্টন হবে? এটা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু ভ্যাকসিনই নয় বাগবাজারের এই মেডিক্যাল স্টোরে কোভিড সংক্রান্ত নানা সরঞ্জামও রাখা থাকে। যেমন থাকে পিপিই, মাস্ক, স্যানিটাইজার। এখান থেকেই তা গোটা রাজ্যে সরবরাহ করা হয়। কিন্তু ভোটের জন্য ৩ দিন সেই কাজ বন্ধ থাকলে এই করোনা আবহে সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা রাজ্যের চিকিৎসক মহলের।