কামারহাটিতে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপ্যাধ্যায়ের উপরে হামলার অভিযোগ

শনিবার কামারহাটিতে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার অভিযোগ। বেলঘরিয়ার ব্রিজের উপরে তাঁর গাড়ি লক্ষ্য করে বড় বড় ইঁট ছোঁড়া হয়। বোমাও ছোঁড়া হয় বলে অভিযোগ। বিজেপি সূত্রে জানানো হয়েছে তাদের দলীয় প্রার্থী ইটের ঘায়ে জখম হয়েছেন। রাজু বন্দ্যোপধ্যায় এই গোটা ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছেন। রাজু বলেছেন, মদন মিত্র ভয় পাচ্ছেন। বুঝতে পারছেন হেরে যাবেন। তাই আমায় শারীরিকভাবে নিগ্রহ করে, আমায় জখম করে সরিয়ে দিতে চাইছেন। যদিও তৃণমূল গোটা ঘটনাটিকেই সাজানো বলে দাবি করেছে। তৃণমূলের তরফে বিজেপির দিকেই আঙুল তোলা হয়েছে।

Advt