ভয়াল হচ্ছে করোনা, বাংলায় নির্বাচনী প্রচার শেষপর্যন্ত বাতিলই করলেন রাহুল গান্ধী

বাংলায় ভোটপ্রচারের সব কর্মসূচি বাতিল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ৷

রাজ্যে সংক্রমণবৃদ্ধি (Corona) নিয়ে উদ্বেগ প্রকাশ করে রবিবার এক টুইটে রাহুল (Rahul Gandhi) জানিয়েছেন, “ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে বাংলায় আমার সমস্ত রাজনৈতিক প্রচার স্থগিত করছি। এই পরিস্থিতিতে বড় বড় রাজনৈতিক সমাবেশের ফল কী হতে পারে, তা ভেবে দেখার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও আবেদন করছি।”


আমজনতার কথা মাথায় রেখে এ রাজ্যে আর একটিও রাজনৈতিক সমাবেশ করতে রাজি নন কংগ্রেসের প্রাক্তণ জাতীয় সভাপতি৷ নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাহুল।

রাজ্যে বাকি ৩ দফা নির্বাচনের আগে প্রচারে আসার কথা ছিল রাহুলের। জানা গিয়েছিলো, বাদুড়িয়া, নোয়াপাড়া, মালদহ ও মুর্শিদাবাদে প্রচার করবেন তিনি৷ কিন্তু সংক্রমণের হ জেরে সে সবই বাতিল হয়ে গেলো। এর আগে গোয়ালপোখর, মাটিগাড়া- নকশালবাড়িতে সভা করেছিলেন রাহুল।
রাহুলের কর্মসূচি বাতিল হওয়ায় বাংলায় প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারও না হওয়ার আশঙ্কাই বেশি বলে মনে করছে বিধান ভবন৷ রাহুলের এই সিদ্ধান্তে কংগ্রেসের শেষলগ্নের
প্রচারে ধাক্কা লাগবে বলেই মনে করছে প্রদেশ কংগ্রেস ৷

Advt