টি-২০ বিশ্বকাপের (t-20 world cup) ম্যাচ পেয়ে আপ্লুত হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রসিডেন্ট মহম্মদ আজহারউদ্দিন( mohammad azharuddin)। চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিত বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তার জন্য ৯ টি ভ্যেনু ঠিক করেছে বিসিসিআই।

প্রথম বার হায়দরবাদে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হতে চলেছে। যার ফলে স্বভাবতই আপ্লুত সংস্থার প্রধান মহম্মদ আজহারউদ্দিন। এদিন টুইটারে আজহার লেখেন, “হায়দরবাদের ক্রিকেট ভক্ত ও আমাদের সংস্থার জন্য দারুণ খবর। এই প্রথম বার আমাদের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে।”

টি-২০ বিশ্বকাপের জন্য বিসিসিআই ইতিমধ্যেই দেশের ৯টি স্টেডিয়াম বেছে নিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত করা হবে টি-২০ ফাইনাল।

আরও পড়ুন:হায়দরাবাদ ম্যাচে রেকর্ড গড়লেন রোহিত, পিছনে ফেলে দিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে