Monday, November 3, 2025

সীতারাম ইয়েচুরির পুত্রের মৃত্যুতে শোকবার্তা মোদি ও মমতার

Date:

Share post:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (sitaram yechury) বড় ছেলে আশিস ইয়েচুরির(Ashis yechury)। পুত্রের মৃত্যু সংবাদ জানিয়ে এদিন টুইট করেন শোকে পাথর বাবা সীতারাম। এই ঘটনার পর শোক বার্তা জানানোর পাশাপাশি সীতারাম ইয়েচুরির পাশে থাকার আশ্বাস দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি টুইট করে শোক বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)।

বৃহস্পতিবার সকালে সীতারাম পুত্র আশিস ইয়েচুরির মৃত্যুর পর টুইটে শোক বার্তা জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘শ্রী সীতারাম ইয়েচুরি জির পুত্র আশিসের দুঃখজনক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

পাশাপাশি সীতারাম পুত্রের মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ‘সীতারাম ইয়েচুরিজির পুত্র আশিসের অকাল মৃত্যু সংবাদ শুনে আমি অত্যন্ত দুঃখিত এবং শোকাহত। শোকার্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’ এই দুই শীর্ষ নেতৃত্বের পাশাপাশি এদিন টুইট করে সমবেদনা জানিয়েছেন সীতারাম ইয়েচুরির বহু শুভানুধ্যায়ী।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সীতারাম ইয়েচুরির (sitaram yechury) বড় ছেলে আশিস ইয়েচুরি। আজ সকালে মৃত্যু হয় তাঁর। পুত্রের মৃত্যুসংবাদ জানিয়ে বাবা সীতারাম বলেন, যে চিকিৎসক, নার্স ও শুভানুধ্যায়ীরা এই কঠিন সময়ে পাশে ছিলেন তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Advt

spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...