Monday, August 25, 2025

অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর বানালেও অনুমোদন দেয়নি বিজেপি সরকার, আশাহত আগরতলার রঞ্জন

Date:

Share post:

পেশায় স্বর্ণকার। ছোটবেলা থেকেই ছোটখাটো যন্ত্রপাতি বানিয়ে ফেলতেন অনায়াসে। কিন্তু পারিবারিক ব্যবসায় মন দেওয়ার পর কিছুই তেমন আর বানানো হয়ে ওঠে না তাঁর। তবে গত বছর সেপ্টেম্বরে করোনায় সংক্রমিত হয়ে পড়েন তাঁর মা। চোখের সামনে মায়ের শ্বাসকষ্ট ও অক্সিজেনের চাহিদা দেখে অক্সিজেন কনসেনট্রেটর(Oxygen Concentrator) কী করে বানো যায়, তার চিন্তাভাবনা শুরু করেন রঞ্জন কুমার ধর। যেমন ভাবা তেমন কাজ। স্বল্প সময়েই বানিয়ে ফেলেন অক্সিজেন ডিভাইস। নাম দেন ‘লাইফ প্লাস’।
ত্রিপুরার আগরতলা বাসিন্দা রঞ্জন জানান,’করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতে। টান পড়েছে অক্সিজেনের। কিন্তু আমার নির্মিত কনসেনট্রেটর খুব সহজেই অক্সিজেনের সরবরাহ করতে পারবে। এবং মানুষের প্রাণ বাঁচাবে। এইনিয়ে বারবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-কে চিঠি লিখেও কোনও সাড়া পায়নি। মানুষের স্বার্থে যে যন্ত্রটি বানালাম, তা যদি মানুষের কাজেই না আসে, তবে, আর থেকে আর দুঃখের কী আছে। ’

পুরস্কার নয়, সমাজ সেবার জন্য বাড়িতে পড়ে থাকা একটি ওয়াটার পিউরিফায়ারকে কাজে লাগিয়ে অত্যাধুনিক প্রক্রিয়ায় অক্সিজেন কনসেনট্রেটরটি বানিয়েছেন তিনি। যেটা শুধুমাত্র দেশি যন্ত্রপাতি দিয়েই নির্মিত। তাই ডিভাইসটির গায়ে লিখেছেন ‘make in India’। করোনাকে বাগে আনতে সরকারের সাহায্য খুবই দরকার। শুধুই মানুষের স্বার্থে মোদির কাছে দেশীয় অক্সিজেন ডিভাইসের বার্তা প্রেরণ করোতে ত্রিপুরার রাজ্যপালকেও চিঠি লিখেছেন। তাতে খানিকটা সাড়া মিললেও কোনও অনুমোদন পাননি। ফলে যন্ত্রটির প্রয়োগ এখনও করা হয়নি।
রঞ্জনবাবুর কথায়, ‘পুরস্কার চাই না। মা যেভাবে অক্সিজেনের জন্য কষ্ট পেয়েছেন, তেমন যেন অন্য কেউ না পান, তাই জনগণের পাশে দাঁড়াতে চাই। সরকারের কাছে আমার আবেদন , অক্সিজেনের হাহাকারের দিনে আমাকে একটু সুযোগ করে দিন। আমি গবেষক নই ঠিকই। কিন্তু নিজের ওপর আত্মবিশ্বাসের জোর আমার আছে। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ তারা যেন আমার এই যন্ত্রটির অনুমোদন দেন।’

আরও পড়ুন- বেলগাছিয়ায় অর্জুন সিংহের সভা ঘিরে ধুন্ধুমার, চলল গুলি

Advt

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...