Sunday, August 24, 2025

করোনার টিকা থেকে রাজনৈতিক সভা- কেন্দ্রকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

আগেই জানিয়েছিলেন সব প্রশ্নের অকপট জবাব দেবেন, কথা রাখলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সন্ধে সাতটায় ফেসবুক (Facebook) লাইভে সব ধরনের প্রশ্নের উত্তর সরাসরি জবাব দিয়েছেন তিনি। আর করোনার টিকা থেকে রাজনৈতিক সভা নিয়ে কেন্দ্রকে ধুয়ে দিয়েছেন যুব তৃণমূল সভাপতি। বেশ কয়েকজন করোনা পরিস্থিতির সম্পর্কে এবং করোনাকালে রাজনৈতিক প্রচার-ভোট নিয়ে প্রশ্ন করেন। এই বিষয়ে অভিষেক বলেন, তৃণমূল প্রথম থেকেই ৮ দফা নির্বাচনের বিরোধিতা করেছে। করোনা (Carona) যখন দ্রুত ছড়াচ্ছে সেই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বারবার শেষ দফাগুলি একসঙ্গে করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু অভিষেকের অভিযোগ, বিজেপিকে সুবিধা করে যাওয়ার জন্য সেই প্রস্তাবে কর্ণপাত করেনি নির্বাচন কমিশন।

শুধু তাই নয়, কমিশন সভা-সমিতির বিষয়ে যে নির্দেশ দিয়েছেন তাঁকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর মতে, কোনও জনসভায় কখনোই ৫০০ জন গুণে লোক হয় না। আর ৫০০ জনের মধ্যে একজনও যদি কোভিড (Covid) আক্রান্ত হন, তাঁর থেকে বাকিদের ছড়াতে পারে। এই পরিস্থিতিতে রাজনৈতিক সভা-সমিতি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন অভিষেক। তিনি বলেন, “মানুষের জীবনের থেকে বড় রাজনীতি নয়। কিন্তু কেন্দ্রের বিজেপি (Bjp) সরকার ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে সে কথা ভুলে যাচ্ছে। তারা করোনার বিষয়ে সতর্ক নয়, বাংলার ক্ষমতা দখলের চেষ্টা করছে”।

তাঁর কাছে প্রশ্ন আসে, ছ-দফার নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল? উত্তরে অভিষেক বলেন, আমি জ্যোতিষী নই। তবে আট দফা নির্বাচনের পর দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভ্যাকসিন (Vaccine) নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ। তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদি নিজের দেশের মানুষের জন্য ভ্যাকসিন না রেখে বিদেশে নিজের নাম প্রচারের জন্য ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছেন। যাঁরা তাঁকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, তাঁদের চিকিৎসারই এখন ব্যবস্থা হচ্ছে না। অভিষেক বলেন, সংসদ ভবন নতুন করে তৈরি না করে, প্রচারের জন্য নরেন্দ্র মোদিসহ বিজেপি নেতৃত্বের হেলিকপ্টার-বিমানের পিছনে কোটি কোটি টাকা খরচ না করে, যদি অনেক বেশি সংখ্যায় অক্সিজেন প্লান্ট করতেন তাহলে এই সময় কাজে আসত।

আরও পড়ুন- মিঠুনের সভায় বিধিভঙ্গ, কমিশনের FIR বৈষ্ণবনগরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

বাংলার মানুষের কাছে অভিষেক আবেদন করেন, “কেন্দ্রের সব বঞ্চনার জবাব ইভিএমে (Evm) দিন। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললে কী অবস্থা হয় তা যেন টের পায় বিজেপি”।

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...