নিজেদের জীবন বিপন্ন করে করোনা রোগীদের সেবা করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাই এবার তাঁদের জন্য বিশেষ ঘোষণা করল ঝাড়খন্ড সরকার ( Jharkhand state government)। সোমবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (chief minister Hemant Soren) নিজের টুইটারে হ্যান্ডেলে ঘোষণা করেন, রাজ্যের সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের অতিরিক্ত বেতন দেওয়া হবে। মূলত প্রথম সারির যোদ্ধাদের (call warriors) লড়াইকে সম্মান জানাতেই এই ঘোষণা হেমন্ত-সরকারের বলে জানানো হয়েছে। টুইটারে হেমন্ত সোরেন লিখেছেন, ‘এই ভয়ঙ্কর সময়ে করোনা যোদ্ধারা দিনরাত এক করে লড়াই করছেন। তাঁদের সম্মান জানাতেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের অতিরিক্ত বেতন দেওয়া হবে।

इस विकट काल में कोरोना योद्धा दिन-रात मेहनत कर लोगों की सेवा में लगे हुए हैं। इसलिए राज्य सरकार ने फैसला लिया है कि कोविड कार्यों में लगे चिकित्साकर्मियों और चिकित्सकों को एक महीने के वेतन/मानदेय के बराबर प्रोत्साहन राशि दी जाएगी।
सभी कोरोना योद्धाओं को मेरा धन्यवाद और जोहार।— Hemant Soren (@HemantSorenJMM) April 26, 2021